পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে শহরে একের পর এক খুন, সত্যসন্ধানে 'ম্যাডাম সেনগুপ্ত'

Rituparna-Sayantan New Movie: সত্যসন্ধানীর চরিত্রে ম্যাডাম সেনগুপ্ত তথা ঋতুপর্ণা ৷ সায়ন্তন ঘোষালের পরিচালনায় চলতি বছর মুক্তি পাবে 'ম্যাডাম সেনগুপ্ত' ৷ সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধানে ম্যাডাম সেনগুপ্ত ৷ ইটিভি ভারতকে নেপথ্যের গল্প শোনালেন পরিচালক সায়ন্তন ঘোষাল ৷

Rituparna-Sayantan New Movie
সায়ন্তন ঘোষালের ছবিতে 'ম্যাডাম সেনগুপ্ত'

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 8:55 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: রহস্য সমাধানে ময়দানে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ নেপথ্যে পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ 2024 সালে নতুন চমক দিতে চলেছেন পরিচালক ৷ প্রকাশ্যে 'ম্যাডাম সেনগুপ্ত' ছবির প্রথম মোশন পোস্টার ৷ ঋতুপর্ণার পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে ৷ রবিবার সোশাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী ঋতুপর্ণাও ৷ ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির শুটিং ৷

পরিচালক সায়ন্তন ঘোষাল সিনেপর্দায় কখনও বেরিয়েছেন যকের ধন খুঁজতে আবার কখনও নারী নির্যাতনের প্রতিবাদে সমাজের সামনে দাঁড় করিয়েছেন সম্পূর্ণাদের ৷ পরিচালক হিসাবে অনেক কম বয়সেই রহস্য-রোমাঞ্চেভরা গল্প নিয়ে টলিউডে যাত্রা শুরু করেছেন তিনি ৷ এবার তাঁর পরিচালনায় সত্যসন্ধানীর চরিত্রে ম্যাডাম সেনগুপ্ত তথা ঋতুপর্ণা ৷ কেন বারবার রহস্য গল্পকে পর্দায় ফিরিয়ে আনা? ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে পরিচালক সায়ন্তন বলেন, "আসলে কেনর কোনও উত্তর নেই ৷ সবার নিজস্ব একটা পছন্দ থাকে ৷ ছোটবেলা থেকে কী দেখে বড় হয়েছি, কী পড়ে বড় হয়েছি তার একটা ছাপ থাকে ৷ আমি ছোটবেলা থেকেই রহস্যের গল্প বই পড়তে, সিনেমা দেখতে পছন্দ করতাম ৷ এটা আমার প্রথম ভালোবাসা ৷ তার মানে এই নয় যে অন্য কোনও গল্প নিয়ে কাজ করব না ৷"

তিনি আরও বলেন, "গল্পের বই পড়ার নেশা আমার এখনও আছে ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের ব্যোমকেশ-ফেলুদা তো আছেই ৷ তার সঙ্গে বিদেশী সাহিত্য নিয়ে রহস্যের বই পড়েছি ৷ যার জন্য ছবি বানানোর ক্ষেত্রে এই জোনটা বেশি টানে আমাকে ৷"

'ম্যাডাম সেনগুপ্ত' ছবিতে ঋতুপর্ণা চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সায়ন্তন বলেন, "ঋতুদির সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সূত্রে পরিচয় ৷ তখন দু'জনে ঠিক করেছিলাম একটা সিনেমা বানাব ৷ এরপরেই ভাবনা শুরু হয়, কী করা যায় ৷ ঋতুদিকে আসলে সেই ছোটবয়স থেকে অভিনয় করতে দেখছি ৷ উনি এতরকম চরিত্রে অভিনয় করেছেন, ফলে চাইছিলাম নতুন কোনও চরিত্রে ঋতুদিকে পর্দায় নিতে আসতে ৷ তারপরেই মনে হয়েছে তিনি খুব বেশি ক্রাইম-মিস্ট্রি ছবিতে অভিনয় করেননি ৷ আমার কাছে একটা গল্প ছিল, সেটা শোনাই ৷ তারপরেই ঋতুদি কাজটা করতে রাজি হয়ে যান ৷"

ছবির গল্প এগোবে দিল্লিতে বসবাসকারী ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে, যিনি একজন কার্টুনিস্ট ৷ তাঁর স্বামী কলকাতায় এসে আচমকা নিখোঁজ হয়ে যান ৷ স্বামীর সন্ধানে কলকাতায় আসেন ম্যাডাম সেনগুপ্ত ৷ তারপর কী হয়? তা নিয়ে এগিয়েছে গল্প ৷ তবে একলাইনে এক গল্পের ধাঁচ শুনলেও চোখের সামনে ভেসে ওঠে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবির কথা ৷ পরিচালক এই বিষয়ে বলেন, "কাহানি ছবির ক-ও নেই এই ছবির মধ্যে ৷ ভিন্ন রকমের মিস্ট্রি রয়েছে এই গল্পে ৷ যদিও এখানে পার্সোনাল ক্রাইসিস আছে ৷"

সায়ন্তন বলেন, "ম্যাডাম সেনগুপ্ত আসছেন দিল্লি থেকে এই বিষয়ে জানতে ৷ তারপরেই তিনি আরও গভীর রহস্যে জড়িয়ে পড়েন ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষ খুন হতে থাকেন ৷ কেন হচ্ছেন, কীভাবে হচ্ছেন কেউ জানেন না ৷ সেই খুনের সঙ্গে যোগসূত্র রয়েছে সুকুমার রায়ের আবোলতাবোল কবিতার ৷ ক্লু হিসাবে সেই কবিতা উঠে আসছে ৷ ম্যাডাম সেনগুপ্তের যে স্বামী নিখোঁজ, তার সঙ্গে কী সিরিয়াল কিলিংয়ের কোনও যোগ রয়েছে, এরই উত্তর পাওয়া যাবে সিনেমার শেষে ৷"

ছবির মিউজিক সম্পর্কে পরিচালক সায়ন্তন জানান, গান থাকবে তবে এখনও পর্যন্ত সেই দায়িত্ব কে সামলাবেন তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি ৷ আলোচনা পর্যায়ে রয়েছে পুরো বিষয়টা ৷ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হবে ছবির শুটিং ৷ কলকাতায় হবে বেশিরভাগ শুটিং ৷ কিছুটা হবে উত্তরবঙ্গে ৷ চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি, তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন:

1. আলিয়াকে নিয়ে 'অ্যানিম্যাল' সাকসেস পার্টিতে রণবীর, ববির পোজে ফ্রেমবন্দি তারকারা

2.'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি

3.'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

ABOUT THE AUTHOR

...view details