হায়দরাবাদ, 7 জানুয়ারি: রহস্য সমাধানে ময়দানে নামছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ নেপথ্যে পরিচালক সায়ন্তন ঘোষাল ৷ 2024 সালে নতুন চমক দিতে চলেছেন পরিচালক ৷ প্রকাশ্যে 'ম্যাডাম সেনগুপ্ত' ছবির প্রথম মোশন পোস্টার ৷ ঋতুপর্ণার পাশাপাশি মুখ্যচরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে ৷ রবিবার সোশাল মিডিয়ায় পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী ঋতুপর্ণাও ৷ ফেব্রুয়ারিতেই শুরু হবে ছবির শুটিং ৷
পরিচালক সায়ন্তন ঘোষাল সিনেপর্দায় কখনও বেরিয়েছেন যকের ধন খুঁজতে আবার কখনও নারী নির্যাতনের প্রতিবাদে সমাজের সামনে দাঁড় করিয়েছেন সম্পূর্ণাদের ৷ পরিচালক হিসাবে অনেক কম বয়সেই রহস্য-রোমাঞ্চেভরা গল্প নিয়ে টলিউডে যাত্রা শুরু করেছেন তিনি ৷ এবার তাঁর পরিচালনায় সত্যসন্ধানীর চরিত্রে ম্যাডাম সেনগুপ্ত তথা ঋতুপর্ণা ৷ কেন বারবার রহস্য গল্পকে পর্দায় ফিরিয়ে আনা? ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে পরিচালক সায়ন্তন বলেন, "আসলে কেনর কোনও উত্তর নেই ৷ সবার নিজস্ব একটা পছন্দ থাকে ৷ ছোটবেলা থেকে কী দেখে বড় হয়েছি, কী পড়ে বড় হয়েছি তার একটা ছাপ থাকে ৷ আমি ছোটবেলা থেকেই রহস্যের গল্প বই পড়তে, সিনেমা দেখতে পছন্দ করতাম ৷ এটা আমার প্রথম ভালোবাসা ৷ তার মানে এই নয় যে অন্য কোনও গল্প নিয়ে কাজ করব না ৷"
তিনি আরও বলেন, "গল্পের বই পড়ার নেশা আমার এখনও আছে ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের ব্যোমকেশ-ফেলুদা তো আছেই ৷ তার সঙ্গে বিদেশী সাহিত্য নিয়ে রহস্যের বই পড়েছি ৷ যার জন্য ছবি বানানোর ক্ষেত্রে এই জোনটা বেশি টানে আমাকে ৷"
'ম্যাডাম সেনগুপ্ত' ছবিতে ঋতুপর্ণা চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সায়ন্তন বলেন, "ঋতুদির সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার সূত্রে পরিচয় ৷ তখন দু'জনে ঠিক করেছিলাম একটা সিনেমা বানাব ৷ এরপরেই ভাবনা শুরু হয়, কী করা যায় ৷ ঋতুদিকে আসলে সেই ছোটবয়স থেকে অভিনয় করতে দেখছি ৷ উনি এতরকম চরিত্রে অভিনয় করেছেন, ফলে চাইছিলাম নতুন কোনও চরিত্রে ঋতুদিকে পর্দায় নিতে আসতে ৷ তারপরেই মনে হয়েছে তিনি খুব বেশি ক্রাইম-মিস্ট্রি ছবিতে অভিনয় করেননি ৷ আমার কাছে একটা গল্প ছিল, সেটা শোনাই ৷ তারপরেই ঋতুদি কাজটা করতে রাজি হয়ে যান ৷"
ছবির গল্প এগোবে দিল্লিতে বসবাসকারী ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে, যিনি একজন কার্টুনিস্ট ৷ তাঁর স্বামী কলকাতায় এসে আচমকা নিখোঁজ হয়ে যান ৷ স্বামীর সন্ধানে কলকাতায় আসেন ম্যাডাম সেনগুপ্ত ৷ তারপর কী হয়? তা নিয়ে এগিয়েছে গল্প ৷ তবে একলাইনে এক গল্পের ধাঁচ শুনলেও চোখের সামনে ভেসে ওঠে সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি' ছবির কথা ৷ পরিচালক এই বিষয়ে বলেন, "কাহানি ছবির ক-ও নেই এই ছবির মধ্যে ৷ ভিন্ন রকমের মিস্ট্রি রয়েছে এই গল্পে ৷ যদিও এখানে পার্সোনাল ক্রাইসিস আছে ৷"