পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rituparna on Tarun Majumdar: ওঁর সঙ্গে এখনও অনেক কাজ বাকি, তরুণ মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় ঋতুপর্ণা - Tarun Majumdar

তরুণ মজুমদারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর তিনটি ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta Prays for Tarun Majumdar) ৷ অভিনেত্রীর কথায় "আমার মনটা ভাল নেই । অনেক কাজ এখনও বাকি ওঁর সঙ্গে ।"

rituparna sengupta prays for a speedy recovery of tarun mazumder
"সেরে উঠতেই হবে, অনেক কাজ বাকি ওঁর সঙ্গে"- তরুণ মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় ঋতুপর্ণা

By

Published : Jun 22, 2022, 12:20 PM IST

Updated : Jun 22, 2022, 2:45 PM IST

কলকাতা, 22 জুন : গুরুতর অসুস্থ তরুণ মজুমদার । কিডনিজনিত সমস্যায় বিগত কয়েকদিন ধরেই এসএসকেএম হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক । হাসপাতাল সূত্রে খবর পরিচালকের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ প্রথমে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হলেও সোমবার অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সঙ্কটজনক অবস্থা তরুণ মজুমদারের ।

তাঁর অসুস্থতার খবরে মন ভারাক্রান্ত তরুণ মজুমদারের তিনটি ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তরও । অভিনেত্রী এদিন ফোন করেন পরিচালকের পরিবারকেও । তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন । অভিনেত্রী বলেন, "আমার মনটা ভাল নেই । অনেক কাজ এখনও বাকি ওনার সঙ্গে । আমি ওনার পরিচালনায় 'আলো'তে অভিনয় করেছি । যা বাংলা ছবির ইতিহাসে নজির গড়েছে । স্তম্ভ বলতে পারো । এরপর 'চাঁদের বাড়ি' করেছি । সম্প্রতি 'ভালোবাসার বাড়ি' করলাম । খুব দুশ্চিন্তায় আছি । খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠুন আমি এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করছি । অনেক কাজ আরও বাকি আমার ওনার সঙ্গে ।"

"খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে উঠুন আমি এটুকুই ভগবানের কাছে প্রার্থণা করছি "- তরুণ মজুমদারের দ্রুত আরোগ্য কামনায় ঋতুপর্ণা

এদিন ঋতুপর্ণা বলেন, "এমন এনার্জেটিক মানুষ আমি দেখিনি । সারারাত শ্যুটিং করেও ক্লান্ত হন না । ইউনিট ক্লান্ত হলেও উনি ক্লান্ত হন না । পরদিন সকালে আবার ফ্লোরে যাওয়ার ক্ষমতা রাখেন । এমন মানুষকে তাড়াতাড়ি সুস্থ হতেই হবে (Rituparna Sengupta Prays for Tarun Majumdar)।"

তরুণ মজুমদারের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর তিনটি ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত

আরও পড়ুন : ক্রমশ অবনতি হচ্ছে শারীরিক অবস্থার, সঙ্কটজনক তরুণ মজুমদার

প্রসঙ্গত, দীর্ঘ দু'দশকের বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ৷ একই সঙ্গে রয়েছে ডায়াবেটিস এবং ফুসফুসের সমস্যা ৷ তরুণ মজুমদারের জন্য ইতিমধ্যেই হাসপাতালের তরফে 5 সদস্যের চিকিৎসকের একটি কমিটি গড়া হয়েছে ৷ যে কমিটিতে রয়েছেন চিকিৎসক সোমনাথ কুণ্ডু, সৌমিত্র ঘোষ, সরোজ মণ্ডল এবং বিমান রায় ৷ তবে মূলত নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীর তত্ত্বাবধানেই রয়েছেন বর্ষীয়ান পরিচালক ৷ জাতীয় পুরস্কারের পাশাপাশি 1990 সালে পদ্মশ্রী সম্মানিত করা হয় তরুণ মজুমদারকে ৷ 'চাওয়া পাওয়া', 'কাঁচের স্বর্গ', 'পলাতক', 'নিমন্ত্রণ', 'সংসার সীমান্তে', 'গণদেবতা', 'বালিকা বধূ', 'কুহেলী', 'শ্রীমান পৃথ্বীরাজ', 'ফুলেশ্বরী', 'দাদার কীর্তি', 'ভালবাসা ভালবাসা', 'পরশমণি', 'আলো', 'চাঁদের বাড়ি', 'ভালবাসার বাড়ি' তাঁর অনবদ্য সৃষ্টি ।

ছবি সৌজন্যে : ঋতুপর্ণা সেনগুপ্তর আপ্ত সহায়ক নির্মল চক্রবর্তী

Last Updated : Jun 22, 2022, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details