হায়দরাবাদ, 6 নভেম্বর:কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগেনায়ক-নায়িকাদের অবতার তৈরি আজকের দিনে কোনও বড় বিষয় নয় ৷ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকাদের নিয়েও তৈরি হয়েছে নানান 'ডিপফেক' ভিডিয়ো ৷ 'ডিপফেক' বিষয়টি কী? সহজ ভাষায় বলতে গেলে এই ধরনের ভিডিয়োতে প্রযুক্তির ব্যবহার করে একজনের মুখের ওপর অন্য কারও মুখ বসিয়ে দেওয়া হয় ৷ ভিডিয়ো দেখে কিন্তু বোঝার উপায় নেই ইনি আসল নাকি নকল ৷ সম্প্রতি ঠিক এই ধরনের সাইবার ক্রাইমেরই শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর একটি আপত্তিকর 'ডিপফেক ভিডিয়ো' সম্প্রতি ভাইরাল হয় সোশালে ৷ ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রীর শরীরের অনেকটাই অনাবৃত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সোশালে ভিডিয়োটির ভিউ দাঁড়িয়েছে কয়েক মিলিয়ন ৷ সোমবার এই ঘটনা নিয়ে সরব হলেন অভিনেত্রী ৷
টুইটারে এই ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, "সম্প্রতি আমার একটি ডিপফেক ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়েছে ৷ এমন ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে ভেবেই আমি অত্যন্ত ব্যথিত ৷ সত্যি বলতে এটা শুধু আমার জন্য ভীষণ ভয়ংকর তা নয় ৷ প্রযুক্তির অপব্যবহারের কারণে যে বিরাট ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে তা আমাদের প্রত্যেকের জন্যই সমান ভয়ংকর ৷"