পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Rashmika on Fake Video: 'কলেজ পড়ুয়া হলে কী করতাম ...', বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

বিতর্কিত 'ডিপফেক' ভিডিয়ো নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর মতে, এটা সকলের জন্য় সমান ভয়ংকর ৷ বিশেষত, এখন তিনি জনপ্রিয় অভিনেত্রী ৷ তাই সকলকে তিনি পাশে পেয়েছেন ৷ কিন্তু স্কুলে বা কলেজে পড়ার সময় এই ঘটনা ঘটলে কীভাবে মোকাবিলা করতেন তিনি ভাবতেই তাঁর আতঙ্ক হচ্ছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 3:58 PM IST

Rashmika on Fake Video
ডিপ ফেক ভিডিয়ো নিয়ে সরব রশ্মিকা

হায়দরাবাদ, 6 নভেম্বর:কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগেনায়ক-নায়িকাদের অবতার তৈরি আজকের দিনে কোনও বড় বিষয় নয় ৷ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকাদের নিয়েও তৈরি হয়েছে নানান 'ডিপফেক' ভিডিয়ো ৷ 'ডিপফেক' বিষয়টি কী? সহজ ভাষায় বলতে গেলে এই ধরনের ভিডিয়োতে প্রযুক্তির ব্যবহার করে একজনের মুখের ওপর অন্য কারও মুখ বসিয়ে দেওয়া হয় ৷ ভিডিয়ো দেখে কিন্তু বোঝার উপায় নেই ইনি আসল নাকি নকল ৷ সম্প্রতি ঠিক এই ধরনের সাইবার ক্রাইমেরই শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ তাঁর একটি আপত্তিকর 'ডিপফেক ভিডিয়ো' সম্প্রতি ভাইরাল হয় সোশালে ৷ ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রীর শরীরের অনেকটাই অনাবৃত ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সোশালে ভিডিয়োটির ভিউ দাঁড়িয়েছে কয়েক মিলিয়ন ৷ সোমবার এই ঘটনা নিয়ে সরব হলেন অভিনেত্রী ৷

টুইটারে এই ঘটনার উল্লেখ করে তিনি লেখেন, "সম্প্রতি আমার একটি ডিপফেক ভিডিয়ো সোশালে ছড়িয়ে পড়েছে ৷ এমন ঘটনা নিয়ে কথা বলতে হচ্ছে ভেবেই আমি অত্যন্ত ব্যথিত ৷ সত্যি বলতে এটা শুধু আমার জন্য ভীষণ ভয়ংকর তা নয় ৷ প্রযুক্তির অপব্যবহারের কারণে যে বিরাট ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে তা আমাদের প্রত্যেকের জন্যই সমান ভয়ংকর ৷"

তিনি জানান, এখন তাঁর জনপ্রিয়তা রয়েছে ৷ সকলেই তাঁর পাশে দাঁড়াচ্ছেন ৷ কিন্তু কলেজে বা স্কুলে পড়ার সময় যদি এটা ঘটত ৷ কীভাবে এর মোকাবিলা করতেন তা তাঁর কাছে কল্পনাতীত ৷ তিনি লেখেন, "পরিবার, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা অনেকেই আমায় সমর্থন করেছেন, সুরাক্ষার জন্য় মুখ খুলেছেন ৷ একজন অভিনেত্রী হিসাবে আমি কৃতজ্ঞ ৷ কিন্তু আমি যদি স্কুল বা কলেজে পড়তাম আর তখন আমার সঙ্গে এমন কিছু ঘটত জানিনা কীভাবে বিষয়টার মোকাবিলা করতাম ৷ সেটা তো আমি কল্পনাই করতে পারছি না ৷"

আরও পড়ুন:ছোট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, রশ্মিকার ভাইরাল ভিডিয়োয় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিগ বি'র

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও ৷ তিনি অভিনেত্রীকে আইনি পথ গ্রহণের পরামর্শও দিয়েছেন ৷ বিগ বি এই ঘটনা নিয়ে লেখেন, "এটা নিয়ে এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত ৷" সর্বপ্রথম এই ভিডিয়োটি নিয়ে প্রতিবাদে সরব হন একজন সাংবাদিক তিনি প্রমাণ করে দেন ভিডিয়োটি আসলে জারা প্যাটেল নামের এক মহিলার ৷ প্রযুক্তির সাহায্যে জারার মুখের বদলে অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details