হায়দরাবাদ, 21 মার্চ: স্থানীয় সুপারস্টার থেকে আজ তিনি আন্তর্জাতিক স্টার ৷ তেলেগু ছবির সুপারহিরো রামচরণ (Ram Charan) আজ বিশ্বের সিনেমপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ৷ অস্কার মঞ্চে 'নাতু নাতু'-র সেরার সেরা সম্মান পাওয়ার পর থেকেই এমন কোনও একটা দিন যায়নি যেদিন সোশাল মিডিয়ায় ট্রেন্ড করেননি অভিনেতা রামচরণ ও জুনিয়র এনটিআর (Jr. NTR) ৷ রামচরণের এই জনপ্রিয়তাই তাঁকে আইএমবি (IMDb)-র পপুলার ভারতীয় তারকার (Popular Indian Celebrities) তালিকার এক নম্বরে নিয়ে এসেছে ৷
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আইএমবি এক সমীক্ষা শুরু করে ৷ যেখানে সিনেমা, ছোটপর্দা বা অনান্য তারকাদের মধ্যে বিশ্ব দরবারেও জনপ্রিয় কারা, তা তুলে ধরা হয় ৷ এই সপ্তাহে সেই তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছেন অভিনেতা রামচরণ (Ram Charan has topped the list) ৷ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট (Ali Bhatt) ৷