পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Raja Chanda Shares BTS Pictures: অর্পিতা-প্রসেনজিতের সঙ্গে প্রথম কাজের স্মৃতিতে ডুব দিলেন রাজা

Raja Chanda Film Force: রাজা চন্দ-প্রসেনজিৎ জুটির কথা বললেই মনে পড়ে যায় 'ফোর্স' ছবির কথা ৷ এবার সেই ছবিরই প্রথম দিনের শুটিংয়ের ঝলক শেয়ার করলেন পরিচালক ৷

Pic Raja Chanda Instagram
প্রসেনজিতের সঙ্গে প্রথম ছবির গল্প শেয়ার করলেন রাজা

By

Published : Aug 19, 2023, 12:36 PM IST

কলকাতা, 19 অগস্ট: কয়েকদিন আগেই তাঁর নতুন ছবি নিয়ে হাজির হয়েছিলেন পরিচালক রাজা চন্দ ৷ আবির চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটি সুন্দর রোম্যান্টিক কমেডি তিনি উপহার দিয়েছেন সকলকে ৷ এবার আরও এক 'চট্টোপাধ্যায় স্কোয়ার'-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি ৷ কারা এই চট্টোপাধ্যায় জুটি? তাঁদের একজন প্রসেনজিৎ আর অন্য়জন অর্পিতা ৷ বাস্তবের এই জুটিকেই পর্দায় তুলে এনেছিলেন পরিচালক রাজা চন্দ ৷ সালটা ছিল 2014 ৷ আর ছবির নাম 'ফোর্স' ৷ শনিবার সেই স্মৃতিতেই ডুব দেন পরিচালক ৷

শনিবার অর্পিতা-প্রসেনজিতের সঙ্গে প্রথম দিনের শুটিংয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি ৷ ক্য়াপশানে তিনি লেখেন, "এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ৷ অর্পিতা চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছবি ৷ আর প্রথম দিনের শুটিং ৷" 2014 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি তৈরি হয়েছিল বাবা ও ছেলের সম্পর্কের গল্প নিয়ে ৷

ইন্ডাস্ট্রিয় প্রিয় বুম্বাদা এখানে অভিনয় করেছিলেন একজন এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে ৷ তাঁর চরিত্রটির নাম অর্জুন ৷ অর্জুনের ছেলে অভিমন্যু একজন অটিস্টিক রোগী ৷ তাই তার আরও অনেক বেশি যত্নের প্রয়োজন ৷ অন্যদিকে সমাজ থেকে অপরাধীদের শেষ করাই অর্জুনের কাজ ৷ যে কাজে রয়েছে বিপুল ঝুঁকি ৷ এই টানাপোড়েন নিয়েই তৈরি ছবিটি ৷ ছবিতে অর্পিতা অভিনয় করেছেন একজন স্কুল শিক্ষিকার ভূমিকায় ৷

আরও পড়ুন:কেমন ছিল সায়ন্তনীর 'বিউটিফুল' চ্যালেঞ্জ? চরিত্র নিয়ে আড্ডায় অভিনেত্রী

প্রসেনজিৎ-অর্পিতা ছাড়াও এই ছবিতে ছিলেন তথাগত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, জয়জিৎ বন্দোপাধ্যায়ের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সেসময় দর্শকের বেশ পছন্দ হয়েছিল এই গল্পটি ৷ সম্প্রতি রাজা চন্দ যে ছবিটির হাত ধরে কামব্যাক করেছেন তার নাম 'বিবাহ বিভ্রাট' ৷ ছবিটি মুক্তি পায় গত 14 জুলাই ৷ আবির-পরমব্রতর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন লহমা ভট্টাচার্যও ৷

ABOUT THE AUTHOR

...view details