হায়দরাবাদ, 20 অক্টোবর: বিচ্ছেদ হতে চলেছে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার ! সোশাল মিডিয়ায় সম্প্রতি এমনই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ৷ বৃহস্পতিবার রাতে রাজ কুন্দ্রা সোশাল অ্যাকাউন্ট এক্স (টুইটার)-এ জানিয়েছেন, শিল্পার সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে তাঁর ৷ অনেক অনুরাগীরা এই খবরে আশাহত হলেও অনেকে আবার এটাকে ছবি প্রোমোশনের স্ট্র্যাটেজি বলেই মনে করছে।
রাজ লিখেছেন, "আমরা আলাদা হয়ে গিয়েছে ৷ দয়া করে আমাদের এই কঠিন পরিস্থিতিতে সময় দিন, পাশে থাকুন ৷" এক্স হ্যান্ডেলের পাশাপাশি ইন্সটাগ্রাম স্টোরিতেও এই ম্যাসেজ শেয়ার করেছেন ৷ খবর প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে অনুরাগীদের থেকে ৷ অনেকেই ধরে নিয়েছেন ডিভোর্স হতে চলেছে রাজ-শিল্পার। আবার কেউ গভীরভাবে শোকাহত এই খবর জানতে পেরে ৷ আবার অনেকে মনে করছেন রাজের পরবর্তী ছবি ইউটি69 ছবির প্রোমোশনের জন্য এই ধরনের পোস্ট করেছেন অভিনেতা ৷ কেউ কেউ মনে করছেন, এখানে 'আমরা সেপারেটেড' মানে এতদিন রাজ যে মাস্ক পরে ঘুরে বেড়াত তাকে বিদায় জানানো হিসাবে একথা বলেছেন ৷ শিল্পার সঙ্গে রাজের সম্পর্ক অটুট রয়েছে ৷ যদিও অভিনেত্রী এমন কোনও পোস্ট নিজের সোশাল হ্যান্ডেলে করেননি ৷