পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Prosenjit Mimics Madhura সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা, মিমিক্রি করেও শোনালেন বুম্বাদা

সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ৷ এমনকী তাঁর নতুন ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে মধুরার মিমিক্রিও করলেন বুম্বাদা (Prosenjit Mimics Madhura)৷

Prosenjit Mimics Madhura
সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা করে তাঁকে মিমিক্রি করলেন ইন্ডাস্ট্রির বুম্বাদা

By

Published : Aug 27, 2022, 10:22 AM IST

Updated : Aug 27, 2022, 11:06 AM IST

কলকাতা, 27 অগস্ট: 'কিশমিশ'-এর পর ফের একবার দেব প্রযোজিত ছবির ক্যামেরার দায়িত্ব সামলালেন মধুরা পালিত (Madhura Palit New Film Kacher Manush)। কেরিয়ারের শুরুতে মহিলা সিনেমাটোগ্রাফার হওয়ায় নানাবিধ বেগ পেতে হলেও এই মুহূর্তে ইন্ডাস্ট্রির ব্যস্ত সিনেমাটোগ্রাফার মধুরা পালিত । এই প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনও ছবির ক্যামেরা সামলালেন মধুরা । দেবের প্রযোজনা সংস্থা থেকে আসছে 'কাছের মানুষ' (Prosenjit New Film Kacher Manush)। 30 সেপ্টেম্বর ছবির শুভমুক্তি ।

শুক্রবার মুক্তি পেল ছবির ট্রেলার। এদিন ট্রেলার লঞ্চে হাজির ছিল ছবির গোটা টিম । হাজির ছিলেন সিনেমাটোগ্রাফার মধুরা পালিতও । এদিন দলের সকলের পরনে ছিল সাদা রঙের জামা কিংবা টি-শার্ট । আর সেগুলির উপরে লাল সুতোয় লেখা 'কাছের মানুষ'। এদিন ঢাকের তালে নাচলেন দেব, প্রসেনজিৎ, ঈশা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়, তুলিকা বসু । পুজোর আগেই সকলে মেতে উঠলেন ঢাকের তালে ।

ফের একবার দেব প্রযোজিত ছবির ক্যামেরার দায়িত্ব সামলালেন মধুরা পালিত

ছবি নিয়ে কথা বলতে গিয়ে এদিন মধুরার ভূয়সী প্রশংসা করলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee on Madhura Palit )। তিনি বলেন, "টানা 22 ঘণ্টা কাজ করতে হয়েছে । সবাই যখন ক্লান্ত হয়ে যায় তখনও মধুরা একই রকমের চাঙ্গা । ওর গলাটা রাতে যখন শুতে যেতাম কানে বাজত ।" এই প্রসঙ্গে মধুরার গলা নকল করে সকলকে তাক লাগিয়ে দেন তিনি (Prosenjit Mimics Madhura )। মধুরা নিজেও প্রসেনজিতের গলায় নিজের কন্ঠ শুনতে পেয়ে হেসে লুটোপুটি ।

সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়

আরও পড়ুন:লাল সিং চাড্ডার চূড়ান্ত ব্যর্থতা, স্থগিত হয়ে গেল আমিরের পরের ছবির কাজ

বুম্বাদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন জানতে চাইলে মধুরা বলেন, "দারুণ অভিজ্ঞতা । দারুণ টেকনিক্যাল অভিনেতা বুম্বাদা । একইসঙ্গে ভীষণ সহযোগিতা করেন । একেবারে অভিভাবকের মতো । সবমিলিয়ে দুর্ধর্ষ অভিজ্ঞতা । প্রসঙ্গত, মধুরার সাম্প্রতিককালের উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে- 'সহবাসে', 'কিশমিশ', 'দিলখুশ', 'কথামৃত', 'রিকশাওয়ালা', 'এক দুয়া', 'শুভ বিজয়া', 'মশলা কথা'। এবার 'কাছের মানুষ'কেও ক্যামেরায় বাঁধলেন তিনি ।

সিনেমাটোগ্রাফার মধুরার ভূয়সী প্রশংসা করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়
Last Updated : Aug 27, 2022, 11:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details