কলকাতা, 10 ফেব্রুয়ারি:অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায়ের পুত্র প্রসেনজিৎ ৷ আর তাই খুব ছোট থেকেই তাঁর যোগ ইন্ডাস্ট্রির সঙ্গে ৷ সেই সূত্র ধরে মাধবী মুখোপাধ্য়ায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ঘরোয়া ৷ তাঁর প্রথম ছবি 'ছোট্ট জিজ্ঞাসা'-তেই প্রসেনজিৎ শিশু শিল্পী হিসাবে স্ক্রিনশেয়ার করেছিলেন তাঁর প্রিয় মাধবী আন্টির সঙ্গে ৷ আর তাই আজ এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে স্মৃতির পাতায় ডুব দিলেন সেদিনের ছোট্ট বুম্বা (Prosenjit Wishes Madhabi Mukherjee on Her Birthday)৷
মাধবী মুখোপাধ্য়ায়ের তাঁর ছোটবেলার একটি ছবি শেয়ার করে অভিনেতা এদিন লেখেন, 'শুভ জন্মদিন মাধবী আন্টি। খুব, খুব ভালো থেকো।' তাঁর এই পোস্ট মন ছুঁয়ে গিয়েছে সিনে অনুরাগীদেরও ৷ তাঁর প্রাণ ভরে শুভেচ্ছা জানাচ্ছেন এই প্রখ্যাত অভিনেত্রীকে ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের মতোই মাধবী মুখোপাধ্য়ায়ও ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন শিশুশিল্পী হিসাবেই ৷ মাত্র 8 বছর বয়সে প্রথমবার তিনি ক্য়ামেরার সামনে আসেন 'কাঁকনতলা লাইট রেলওয়ে' ছবিতে । এরপর প্রথম মুখ্য় ভূমিকায় তাঁর অভিনয় 1956 সালে ৷ তপন সিংহ পরিচালিত সেই ছবির নাম ছিল 'টনসিল' ৷
তখনও কিন্তু তাঁর নাম ছিল মাধুরী ৷ মৃণাল সেনের ছবি বাইশে শ্রাবণ-এর কাজও তিনি শুরু করেন এই নামেই পরে ছবির প্রযোজক বিজয় চট্টোপাধ্য়ায় তাঁর নাম রাখেন মাধবী ৷ সেই নামেই তিনি পৌঁছন খ্য়াতির চূড়ায় ৷ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ সেই সময়কার বাংলার প্রত্য়েক প্রবাদপ্রতীম পরিচালকের সঙ্গেই কাজ করেছেন এই নায়িকা ৷ তাই তাঁর ঝুলিতে যেমন রয়েছে 'টনসিল', 'বাইশে শ্রাবণ'-এর মতো ছবি তেমনই রয়েছে 'সুবর্ণরেখা', 'চারুলতা', 'মহানগর', 'গণদেবতা', 'বন পলাশির পদাবলী', 'উত্তরণ', 'থানা থেকে আসছি', 'স্ত্রীর পত্র', 'বিরাজ বৌ'-এর মতো ছবিও ৷ 1995 সালে প্রকাশ পায় তাঁর আত্মজীবনী 'আমি মাধবী' ৷
আরও পড়ুন:কিস ডে'র আগেই ঠোঁটে ঠোঁট, ভাইরাল সিড কিয়ারার চুম্বনদৃশ্য
মাঝে বেশকিছু বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন তিনি ৷ আবার সমান তালে কাজ করেছেন বড় পর্দাতেও ৷ তাঁকে দেখা গিয়েছে 'বাকিটা ব্যক্তিগত', 'বরুণবাবুর বন্ধু'র মতো ছবিতেও ৷ গত বছর অ্যানিমিয়ার সমস্য়ার জেরে হাসপাতালেও ভরতি হতে হয় তাঁকে ৷ কারও মনে মাধবী থেকে গিয়েছেন চারুলতা হয়ে কেউ আবার তাঁকে ভাবে মৃণাল ৷ আবার সেই মাধবীই পর্দার বাইরে হয়ে যান ছোট্ট বুম্বার প্রিয় মাধবী আন্টি ৷