কলকাতা, 31 জুলাই:বাঙালিরসুরের আকাশ থেকে খসে গিয়েছে আরেকটি তারা ৷ চলে গিয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র৷ প্রয়াত সঙ্গীত শিল্পীকে টুইটে শেষ শ্রদ্ধা জানালেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Tribute to Nirmala Mishra )। অভিনেতা লিখেছেন- "অপূরণীয় ক্ষতি, এমন খবরে গভীরভাবে শোকাহত.... শ্রদ্ধেয়া নির্মলা মিশ্রের পরিবার এবং সকল শুভাকাঙখীদের জন্য গভীর সমবেদনা রইল।"
সামাজিক মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীরা । কিন্তু রবীন্দ্র সদনে তাঁর ভক্ত, অনুরাগী কিংবা শিল্পীমহলের কারওরই তেমন দেখা মেলেনি । শিল্পীর দেহ এদিন রবীন্দ্রসদনে দুপুর একটা অবধি শায়িত থাকে । তাঁকে শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, সঙ্গীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, মন্ত্রী ফিরহাদ হাকিম, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়-সহ গুটি কয়েকজন ।