হায়দরাবাদ, 6 এপ্রিল: হলিউডে মূলধারার ভূমিকায় দক্ষিণ এশীয় প্রতিনিধিত্বকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ একইসঙ্গে তিনি ভারতকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করছেন । তাঁর এজিবিও স্পাই সিরিজ সিটাডেলের বিশ্বব্যাপী মুক্তির আগেই দেশি গার্ল হলিউডে আরও একটি নতুন প্রজেক্টে কাজের সুযোগ পেয়েছেন ৷ তিনি জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে 'হেডস অফ স্টেট'-এ স্ক্রিন স্পেস শেয়ার করবেন ।
জানা গিয়েছে, জোশ অ্যাপেলবাম এবং আন্দ্রে নেমেকের একটি স্ক্রিপ্টের পরিচালনা করছেন 'নোবডি'র পরিচালক ইলিয়া নাইশুলার ৷ সেই স্ক্রিপ্টের প্রাথমিক খসড়া হ্যারিসন কোয়েরির মূল ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে তাঁর আসন্ন প্রজেক্টের খবরটি শেয়ার করেছেন । পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "এর পর...@idriselba @johncena @naishuller @amazonstudios...লেটস গো ৷"
এই ফিল্মটিকে "এয়ার ফোর্স ওয়ান মিটস মিডনাইট রান" হিসাবে বর্ণনা করা হয়েছে এবং আমাজন স্টুডিয়োর এই প্রজেক্টের শুটিং শুরু হচ্ছে মে মাসে ৷ পিগ্গি চপসের এই ঘোষণায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা ৷ এক অনুরাগী লিখেছেন, "তুমি অপ্রতিরোধ্য । শুভকামনা প্রিয়াঙ্কা ৷" আর একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "PeeCee you rocks ৷"