পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka-Nick Video: প্রিয়াঙ্কার পনিটেল খুলতে কালঘাম ছুটল নিকের, দেখুন মজার ভিডিয়ো - নিক জোনাস

শনিবার উইম্বলডন মহিলাদের ফাইনালে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভার জয়ের সাক্ষী হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস । বাড়ি ফেরার পথে, এই সেলেব দম্পতি যে মজার মুহূর্ত কাটিয়েছেন, তা এখন অনলাইনে ভাইরাল ৷

Priyanka Chopra
Priyanka Chopra

By

Published : Jul 16, 2023, 11:37 AM IST

হায়দরাবাদ, 16 জুলাই:গায়ক হাবি নিক জোনাসের সঙ্গে তাঁর কাটানো এক মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন হলি-বলি তারকা প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ এই সেলেব দম্পতি একসঙ্গে উইম্বলডন মহিলা ফাইনাল দেখতে গিয়েছিলেন ৷ গাড়িতে চড়ে ফেরার পথে তাঁদের কাটানো একটি মিষ্টি ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন দেশি গার্ল ৷

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ির ভেতরে মন দিয়ে প্রেয়সীর পনিটেল খোলার চেষ্টা করছেন নিক জোনাস ৷ আর তাতে হেসেই কুটিপাটি পিগ্গি চপস ৷ নানারকম মুখভঙ্গি করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ চুলে ব্যাথা লেগে একবার চিৎকারও করে ওঠেন তিনি ৷ পোস্টটির ক্যাপশনে মজা করে প্রিয়াঙ্কা লিখেছেন, "পনিটেলগুলি জটিল ৷"

নিক জোনাস তাঁদের উইম্বলডন অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । একটি ভিডিয়োতে এই সেলেব দম্পতি উইম্বলডন ট্রফির সামনে পোজ দিয়েছেন এবং নিক রয়্যাল বক্সে বসে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভার জয়ের সাক্ষী হয়ে তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন ।

আরও পড়ুন:রণবীর-আলিয়ার ছবির সঙ্গে সম্মুখসমরে রাহুলের 'ফতেমা'

উইম্বলডন লন টেনিস গ্রাউন্ডে নিকের সঙ্গে ডেটের জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন একটি প্রিন্টেড সবুজ এবং কালো পোষাক ও ওপেন-টো লেগিং বুট ৷ সঙ্গে কালো সানগ্লাস ও একটি নীল ক্লাচ পার্সে নিজের সাজ সম্পূর্ণ করেন তিনি ৷ অন্যদিকে, নিককে সাদা শার্ট, ম্যাচিং টাই-সহ একটি বাদামি স্যুট এবং সানগ্লাসে বেশ মানিয়েছিল । তাঁদের সোশাল মিডিয়া পোস্টগুলি দেখে এটা অনুমেয় যে, উইম্বলডনে বেশ আনন্দদায়ক সময় কাটিয়েছেন নিকইয়াঙ্কা ।

কর্মক্ষেত্রে প্রিয়াঙ্কাকে শেষ দেখা গিয়েছে অ্যামাজন প্রাইমের সিটাডেলে । রুশো ব্রাদার্সের স্পাই ওয়েব সিরিজটি ওটিটি জায়ান্ট দ্বিতীয় সিজনের জন্য পুনর্নবীকরণ করেছে । অভিনেত্রীকে কমেডি-ড্রামা লাভ এগেইনেও দেখা গিয়েছে ৷ তাঁর আসন্ন চলচ্চিত্র হেডস অফ স্টেটে জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ।

ABOUT THE AUTHOR

...view details