হায়দরাবাদ, 16 জুলাই:গায়ক হাবি নিক জোনাসের সঙ্গে তাঁর কাটানো এক মিষ্টি মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন হলি-বলি তারকা প্রিয়াঙ্কা চোপড়া ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ এই সেলেব দম্পতি একসঙ্গে উইম্বলডন মহিলা ফাইনাল দেখতে গিয়েছিলেন ৷ গাড়িতে চড়ে ফেরার পথে তাঁদের কাটানো একটি মিষ্টি ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন দেশি গার্ল ৷
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ির ভেতরে মন দিয়ে প্রেয়সীর পনিটেল খোলার চেষ্টা করছেন নিক জোনাস ৷ আর তাতে হেসেই কুটিপাটি পিগ্গি চপস ৷ নানারকম মুখভঙ্গি করতেও দেখা গিয়েছে তাঁকে ৷ চুলে ব্যাথা লেগে একবার চিৎকারও করে ওঠেন তিনি ৷ পোস্টটির ক্যাপশনে মজা করে প্রিয়াঙ্কা লিখেছেন, "পনিটেলগুলি জটিল ৷"
নিক জোনাস তাঁদের উইম্বলডন অভিজ্ঞতা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । একটি ভিডিয়োতে এই সেলেব দম্পতি উইম্বলডন ট্রফির সামনে পোজ দিয়েছেন এবং নিক রয়্যাল বক্সে বসে চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভন্ড্রোসোভার জয়ের সাক্ষী হয়ে তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন ।