মুম্বই, 30মার্চ: টিনসেল টাউনের সেলেবদের খবর রাখতে পছন্দ করেন অনেকেই ৷ তারা কী করছেন, সুন্দর থাকতে কোন ব্র্যান্ড ব্যবহার করছেন বা সুন্দর দেখাতে কী খাচ্ছেন, সব হাঁড়ির খবর রাখতে পছন্দ করেন ফ্যানেরা ৷ আর এই বিউটি ব্র্যান্ডের নিরিখেই হলিউড তারকা রিহানার পরেই দ্বিতীয় স্থান দখল করে নিয়েছেন 'সিটাডেল' অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra's brand is the second wealthiest celebrity brand) ৷ অভিনেত্রী সেলেনা গোমসকে পিছনে ফেলে 2023 এর ধনীতম সেলিব্রিটি বিউটি ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয়স্থানে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের 'অ্যানোমালি হেয়ার কেয়ার' ৷
সম্প্রতি গ্ল্যামার জগতে কোন তারকার কোন ব্র্যান্ড ব্যবসার নিরিখে কোন জায়গায় রয়েছে, তা জানতেই করা হয়েছিল এক সমীক্ষা ৷ সেই রিপোর্ট অনুযায়ী পিগি চপসের হেয়ার কেয়ার ব্র্যান্ড 'অ্যানোমালি হেয়ার কেয়ার' (Anomaly Haircare) ব্র্যান্ড 2023 এর সবচেয়ে ধনী সেলেব্রিটি বিউটি ব্র্যান্ডের তালিকায় রয়েছে দ্বিতীয়স্থানে ৷
সমীক্ষা অনুযায়ী, রিহানার বিউটি ব্র্যান্ড 'ফেন্টি' 477.2 মিলিয়ন পাউন্ড রেভিনিউ নিয়ে তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছে ৷ সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার হেয়ার কেয়ার ব্র্যান্ডের রেভিনিউ 429.9 মিলিয়ন পাউন্ড ৷ আমেরিকান টিভি অ্যাকট্রেস কাইলি জেনরের (Kylie Jenner) নিজস্ব প্রোডাক্ট 'কাইলি কসমেটিক্স' (Kylie Cosmetics) 301.4 মিলিয়ন পাউন্ড রেভিনিউ নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে ৷ সঙ্গীত শিল্পী আরিয়ানার (singer Ariana Grande) 'রেম' বিউটি ব্র্যান্ড (REM Beauty) এর রেভিনিউ 70.3 মিলিয়ন পাউন্ড ৷ তিনি রয়েছেন চতুর্থ স্থানে ৷ অভিনেত্রী সেলেনা গোমসের 'রেয়ার' বিউটি প্রোডাক্ট মাত্র 50.2 মিলিয়ন পাউন্ড রেভিনিউ নিয়ে রয়েছে তালিকার পঞ্চমে ৷