নয়াদিল্লি, 17 মার্চ: সুরের কোনও দেশ-কাল হয় না, হয় না কোনও বেড়াজাল ৷ আর তাই তো শ্রীলঙ্কান গান 'মানিকে মাগে হিথে...' (Manike Mage Hithe) সংলাপ না-বুঝলেও আসমুদ্রহিমাচল মজেছিল গানের সুরে ৷ এটাই মিউজিকের ম্যাজিক ৷ সেই ম্যাজিকে মোহিত হলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ জনপ্রিয় গান 'কেশরিয়া...' (Kesariya song) পাঁচ ভাষায় গেয়ে শুধুমাত্র নেটিজেনদের নয়, মোদিজির প্রশংসা কুড়িয়ে নিলেন গায়ক সন্দীপ সিং কালসি (Modi praise for the singer who sings Kesariya song ) ৷
2022 সালের ব্লকবাস্টার ছবি 'ব্রহ্মাস্ত্র'-পার্ট ওয়ান ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের অভিনয় ও অনস্ক্রিন কেমিষ্ট্রি মন জয় করে নিয়েছিল দর্শকদের ৷ ছবির গান 'কেশরিয়া...' চার্টবাস্টে উঠে আসে এক নম্বরে ৷ অরিজিৎ সিংয়ের দরদি গলায় 'কেশরিয়া...' ফিরতে থাকে অনুরাগীদের মুখে মুখে ৷ সেই গানের মুখরা-কে পাঁচ ভিন্ন ভাষা মালয়লম, তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় গেয়ে নেটিজেনদের নজর কেড়েছেন শিল্পী সন্দীপ সিং কালসি ৷ সন্দীপের গায়কি ভাবের প্রশংসা করে 17 মার্চ সকালে এই ভিডিওটি শেয়ার করেন মহেন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৷ টুইটে তিনি সন্দীপের প্রশংসা করে লেখেন, "অসাধারণ ৷ অখণ্ড ভারত বললে এই অনুভূতিকেই বোঝায় ৷"