কলকাতা, 28 ডিসেম্বর: ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিং-এর শো বাতিল হয়নি (Arijit Singh Concert)৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কনসার্ট আদৌ হবে কি না, তা নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল তাতে জল ঢেলে এ কথা জানিয়ে দিলেন এক আয়োজক ৷ তিনি সাফ জানালেন, এখনও সেই কনসার্টের টিকিট সংগ্রহ করছেন উৎসাহী ভক্তরা ৷ সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া কনসার্ট বাতিলের খবরে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, অযথা এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে ৷
জল্পনার সূত্রপাত মঙ্গলবার ছড়িয়ে পড়া একটি খবরকে ঘিরে ৷ কয়েকটি সংস্থার প্রতিবেদনে দাবি করা হয় যে, উৎসবপ্রিয় বাঙালি হয়তো ইকো পার্কে অরিজিৎ সিং-এর কনসার্ট থেকে বঞ্চিত হতে পারেন ৷ 2023 সালের 18 ফেব্রুয়ারি কলকাতার ইকো পার্কে যে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে অরিজিতের, সেটি ইকো পার্কে আদৌ করতে দেওয়া হবে কি না, তা নিয়ে ধন্ধ দেখা দেয় ।
2020 সালে শেষবার অরিজিত্ কলকাতায় শো করে গিয়েছেন । হিসেব অনুযায়ী শিল্পী প্রায় তিন বছর পর আসছেন শো করতে । সুতরাং পনেরো থেকে কুড়ি হাজার লোকের বসার ব্যবস্থা করতে হবে ৷ তাই অন্যত্র শো সরিয়ে নেওয়ার জন্য উদ্যোক্তারা বিকল্প জায়গা খুঁজছেন বলে খবর রটে । জানানো হয় যে, হিডকো সূত্রে এই তথ্য জানা গিয়েছে ৷ বলা হয়, পার্কের পরিবেশ রক্ষার্থেই কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে ।
এই খবর ছড়িয়ে পড়তেই সমালোচকদের আঙুল ওঠে শাসকদের দিকে ৷ 28তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উঠে বলিউডের বাদশা শাহরুখ খানকে সম্মান জানিয়ে 'রং দে তু মোহে গেরুয়া..." গেয়েছিলেন অরিজিৎ সিং । এই নিয়েই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা ৷ বিজেপির পক্ষ থেকে বলা হয়, অরিজিতের মতো সেলিব্রিটিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে তাঁর গানের মাধ্যমে মনে করিয়ে দিলেন যে, বাংলার ভবিষ্যৎ-ও গেরুয়া ৷ এই নিয়ে রাজনৈতিক কথা চালাচালিও কিছু কম হয়নি ৷ অরিজিতের অনুষ্ঠান সরানোর পেছনেও এই কারণই কাজ করছে কি না তা নিয়েও তুমুল চর্চা শুরু হয় ৷