হায়দরাবাদ, 2 এপ্রিল: এনএমএসিসি ইভেন্টের জাঁকজমক আরও বাড়িয়ে দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ এপি ধিলোঁর চার্টবাস্টার গান ব্রাউন মুন্ডের তালে মঞ্চ মাতালেন তিনি । এ ছাড়াও তাঁর রেকর্ড সৃষ্টিকারী ফিল্ম পাঠানের জনপ্রিয় টাইটেল সং ঝুমে জো পাঠানের তালেও কোমর দোলান কিং খান ৷
তাঁর সঙ্গে পারফর্ম করার জন্য তিনি ডেকে নেন বলিউডের আরও দুই অভিনেতা বরুণ ধাওয়ান এবং রণবীর সিং-কে ৷ দর্শকদের উন্মাদনার পারদ আরও এক ধাপ চড়িয়ে দিয়ে পাঠান স্টার তাঁর ফিল্মের সংলাপ ধার করে বলেন, "পার্টি আগর আম্বানিকে ঘর রখোগে, তো পাঠান তো আয়েগা হি মেহমান-নওয়াজি করনে ।"
ওই অনুষ্ঠানে শাহরুখ খানের নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এ ছাড়াও পান্নার নেকপিস ও লাল ব্লেজার পরা কিং খানের এপি ধিলোঁর সঙ্গে একটি ছবি ঘুরছে নেট দুনিয়ায় । গায়কের সঙ্গে বেশ স্টাইলিশ পোজ দেন বলিউডের পাঠান ৷ সবার নজরে পড়েছে যে, রণবীর সিং এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ব্রাউন মুন্ডেতে যখন নাচছেন, তখন মঞ্চে এপি ধিলোঁকে অভ্যর্থনা জানান কিং খান । বরুণ ধাওয়ান এ দিন তাঁর বেশ কয়েকটি হিট গানে নেচে দর্শকদের মন জয় করে নেন ৷