মুম্বই, 31 মার্চ:সেলিব্রিটি দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই বোঝা যায় যে তাঁরা বাবা-মা হিসাবে বিশেষ মুহূর্তগুলি দারুণ উপভোগ করছেন । কীভাবে তাঁরা দুজনেই তাঁদের নতুন দায়িত্ব সামলানোর চেষ্টা করছেন, তা পোস্ট করে প্রায়শই আপডেট দেন নিকইয়াঙ্কা । সম্প্রতি নিক একটি হাস্যকর ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সেই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি দেশি গার্লও ৷
নিক জোনাস প্রথমে সেই ভিডিয়ো টিকটকে পোস্ট করেন এবং তারপর ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেন । ভিডিয়োতে নিককে একটি বাচ্চাদের মশারির মতো বস্তু ভাঁজ করতে গিয়ে রীতিমতো কালঘাম ছোটাতে দেখা গিয়েছে ৷ প্রথমে তিনি সেটি ভাঁজ করার জন্য গুগলে সার্চ করবেন বলে জানান । কিন্তু তারপরে তিনি সার্চ ইঞ্জিনের সাহায্য নেননি এবং কোনওভাবে একটি উপায় খুঁজে পেয়েছিলেন ৷ কোনওক্রমে ভাঁজটাও ঠিকঠাক করে তাকে ব্যাগে ভরে ফেলেন নিক ৷ কিন্তু সেই ব্যাগের মুখ বন্ধ করতে গিয়েছে জিপারটি ভেঙে যায় ৷ ফলে তীরে এসে তরী ডোবে ৷ কাজটি আর শেষ করা হয়ে ওঠেনি নিকের ৷
এই ভিডিয়োর ক্যাপশনে নিক লিখেছেন 'ড্যাড স্টাফ'। ভিডিয়োতে নিককে একটি কালো হুডি, ধূসর ডেনিম এবং একটি কমলা টুপি পরে থাকতে দেখা যায় ।