পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka Reacts on Nick Video: মজার ভিডিয়ো পোস্ট নিকের, কী বললেন প্রিয়াঙ্কা ? - নিক জোনাস

হলিউডের গায়ক নিক জোনাস তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন ৷ যা দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷

Nick Jonas Priyanka Chopra
নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়া

By

Published : Mar 31, 2023, 12:34 PM IST

মুম্বই, 31 মার্চ:সেলিব্রিটি দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখলেই বোঝা যায় যে তাঁরা বাবা-মা হিসাবে বিশেষ মুহূর্তগুলি দারুণ উপভোগ করছেন । কীভাবে তাঁরা দুজনেই তাঁদের নতুন দায়িত্ব সামলানোর চেষ্টা করছেন, তা পোস্ট করে প্রায়শই আপডেট দেন নিকইয়াঙ্কা । সম্প্রতি নিক একটি হাস্যকর ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সেই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া না জানিয়ে পারেননি দেশি গার্লও ৷

নিক জোনাস প্রথমে সেই ভিডিয়ো টিকটকে পোস্ট করেন এবং তারপর ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করেন । ভিডিয়োতে নিককে একটি বাচ্চাদের মশারির মতো বস্তু ভাঁজ করতে গিয়ে রীতিমতো কালঘাম ছোটাতে দেখা গিয়েছে ৷ প্রথমে তিনি সেটি ভাঁজ করার জন্য গুগলে সার্চ করবেন বলে জানান । কিন্তু তারপরে তিনি সার্চ ইঞ্জিনের সাহায্য নেননি এবং কোনওভাবে একটি উপায় খুঁজে পেয়েছিলেন ৷ কোনওক্রমে ভাঁজটাও ঠিকঠাক করে তাকে ব্যাগে ভরে ফেলেন নিক ৷ কিন্তু সেই ব্যাগের মুখ বন্ধ করতে গিয়েছে জিপারটি ভেঙে যায় ৷ ফলে তীরে এসে তরী ডোবে ৷ কাজটি আর শেষ করা হয়ে ওঠেনি নিকের ৷

এই ভিডিয়োর ক্যাপশনে নিক লিখেছেন 'ড্যাড স্টাফ'। ভিডিয়োতে নিককে একটি কালো হুডি, ধূসর ডেনিম এবং একটি কমলা টুপি পরে থাকতে দেখা যায় ।

আরও পড়ুন:পিছিয়ে পড়লেন সেলেনা গোমস, ধনীতম সেলিব্রিটি বিউটি ব্র্যান্ডের তালিকায় দ্বিতীয়স্থানে পিগি চপস

প্রিয়াঙ্কা চোপড়া ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, 'মৃত'। আর সঙ্গে দিয়েছেন হাত গুটিয়ে থাকা একটি ইমোজি ৷ গত কয়েকদিন ধরেই প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে তাঁর মেয়ের সুন্দর মুহূর্ত ভাগ করে নিচ্ছিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে ৷

প্রিয়াঙ্কা এবং নিক জোনাস 2018 সালের 1 এবং 2 ডিসেম্বর যোধপুরের উমেদ ভবন প্রাসাদে খ্রিস্টান এবং হিন্দু রীতি মেনে বিয়ে করেন । পরে, এই দম্পতি দিল্লি এবং মুম্বইতে দুটি রিসেপশনেরও আয়োজন করেছিলেন । 2022 সালের জানুয়ারিতে দুজনেই ঘোষণা করেন যে, তাঁরা সারোগেসির মাধ্যমে কন্যা মালতী মারিকে স্বাগত জানিয়েছেন ।

এ দিকে, কর্মক্ষেত্রে প্রিয়াঙ্কাকে দ্য রুশো ব্রাদার্সের শো 'সিটাডেল'-এ দেখা যাবে ৷ 28 এপ্রিল শুক্রবার প্রাইম ভিডিয়োতে একচেটিয়াভাবে এর প্রিমিয়ার হবে ৷ অ্যাকশন-প্যাকড শোটি গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলের দুই অভিজাত এজেন্ট ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া সিন (প্রিয়াঙ্কা) কে ঘিরে আবর্তিত হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details