পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Film Fatema: রণবীর-আলিয়ার ছবির সঙ্গে সম্মুখসমরে রাহুলের 'ফতেমা' - Alia New Film

রণবীর সিং-আলিয়া ভাটের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির সঙ্গে বক্স অফিস ব্যাটেলে নামতে হবে রাহুলের 'ফতেমা' ছবিকে ৷ ধর্মীয় টানা পোড়েন নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷

New Film Fatema
ফতেমা আসছে জুলাই মাসেই

By

Published : Jul 15, 2023, 10:49 PM IST

কলকাতা, 15 জুলাই:চলতি মাসেই মুক্তি পতে চলেছে আতিউল ইসলাম পরিচালিত নতুন ছবি 'ফতেমা'। এই ছবিতে এবার একজন পুরোহিতের ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাহুল বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এসে গিয়েছে ছবির ট্রেলার । ক'দিন আগেই মুক্তি পেয়েছে রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি 'মায়া'। সেখানে মায়াঙ্ক শর্মা নামের একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে । তাঁর বিপরীতে এই প্রথমবার অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ৷ এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজর্ষি দে ৷ আর এবার আতিউল ইসলামের 'ফতেমা' ছবিতে রাহুলের সঙ্গে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করতে দেখা যাবে নবাগতা নায়িকা মুনকে।

নবাগতা মুন অর্থাৎ ফতেমাকে বোনের চোখে দেখে সাধন ৷ সাধন পেশায় পুরোহিত । এই চরিত্রেই অভিনয় করেছেন রাহুল ৷ গল্পের কেন্দ্রে রয়েছে এই পুরোহিত আর তার বোন । গল্পের দিকে তাকালে দেখা যায়, হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়ে রিকশা চালানো বন্ধ হয়ে যায় ফতেমার বাবার ।সংসারের একমাত্র উপার্জনের পথ বন্ধ, তাই বন্ধ হল ফতেমার লেখাপড়া ।

এই সময় এলাকার পুরোহিত সাধন ঠাকুরের বাড়িতে কাজ পায় ফতেমা । তার বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এমনকী পুজোর ভোগ তৈরি করা সমস্ত কাজ ফতেমাই করে । ফতেমার বাবাও একদিন মারা যায় । এরপর সাধনের বাড়িতেই পাকাপাকিভাবে থাকতে শুরু করে ফতেমা । এই ঘটনা মেনে নেয় না সাধন এবং ফতেমার সমাজ । এরপরে কী হয় সেটাই দেখার ?

আরও পড়ুন:ওয়েব সিরিজের পর এবার বড় পর্দার ব্যোমকেশেও সম্পূর্ণা, বিপরীতে সত্যম

এই ছবির শুটিং হয়েছে মুর্শিদাবাদে । রাহুল বন্দ্যোপাধ্যায় এবং মুন ছাড়াও ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লাবণী সরকার, রাজু মজুমদার, বরুণ চক্রবর্তী, সান্তনা বসু, অনিন্দিতা সোম, মনজিত বরাল প্রমুখ । 28 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি । প্রসঙ্গত, একই দিনে মুক্তি পেতে চলেছে হিন্দি ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-ও ৷ করণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়াকে দেখা যাবে একজন বাঙালি পরিবারের কন্যা হিসাবে ৷ অন্য়দিকে পঞ্জাবি পরিবারের পুত্র রণবীর সিং ৷ দু'জনের প্রেমের কাহিনি নিয়েই তৈরি এই ছবি ৷ এই ছবিতে রয়েছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ও ৷ তাই ছবিটি 'ফতেমা'র ব্য়বসায় কতখানি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details