পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nachiketa New Song: 'আমি তোপসে হতেই চেয়েছিলাম', গানে গানে দাবি নচিকেতার

সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে নতুন গান গাইলেন নচিকেতা ৷ নতুন গান প্রকাশ্যে আনতে দক্ষিণ কলকাতার রায় বাড়িকেই বেছে নিলেন গায়ক। কথা বললেন সন্দীপ রায়ের সঙ্গেও।

Nachiketa New Song on Satyajit
সত্যজিৎকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান গাইলেন নচিকেতা

By

Published : May 5, 2023, 12:50 PM IST

কলকাতা, 5 মে:বিশপ লেফ্রয় রোডের রায় এই বাড়ির ঠিকানাটা প্রায় সমস্ত বাঙালির কাছেই অতিপরিচিত । এই বাড়ির প্রতি শ্রদ্ধাও অপরিসীম । ধর্মপ্রাণ মানুষের কাছে তীর্থস্থানের মাহাত্ম্য আর বাঙালির রায়বাড়ির প্রতি আবেগে বিশেষ তারতম্য নেই ৷ নিজের জীবনের 58টি বসন্ত পেরিয়ে প্রথমবার এই বাড়িতে এলেন সঙ্গীত শিল্পী নচিকেতা । উদ্দেশ্য নতুনে গানের মুক্তি ।

সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে গীতিকার ও সুরকার অভিজিৎ পালের একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী । যার শিরোনাম, 'তোপসের গান' । সন্দীপ রায়ের বিশেষ ইচ্ছাতেই গানটি মুক্তি পেল সত্যজিৎ রায়ের বাড়িতে । এই গান গেয়ে সঙ্গীত শিল্পী নচিকেতার প্রাথমিক প্রতিক্রিয়া "আমি ছোট থেকে তোপসেই হতে চেয়েছিলাম ।"এর আগে সন্দীপ রায়ের সঙ্গে তেমন ভাবে আলাপ গড়ে ওঠেনি নচিকেতার । দু'জনেই বিশেষ পরিচিত দু'জনের কাজ সম্পর্কে ৷ অথচ তেমন আড্ডার সুযোগ হয়নি। এই প্রথমবার এল সেই সুযোগ ৷

সত্যজিৎ রায়ের জন্মদিনের ঠিক পরের দিন এই গান মুক্তি উপলক্ষে রায় বাড়িতে এলেন গায়ক । নচিকেতা বলেন, "আমি প্রথমে বিশ্বাস করছিলাম না । সারা রাস্তা অভিজিতকে জিজ্ঞেস করেছি । শেষে যখন সত্যি এই বাড়িটায় এসে পৌঁছালাম, শিহরিত হলাম । আমি তাই এসে লিফট ব্যবহার করিনি । তীর্থক্ষেত্রে যেতে মানুষ কত কষ্ট করে । আমিও তাই সিঁড়ি বেয়ে উঠেছি ।"

সত্যজিৎ স্মরণে নতুন গান গাইলেন নচিকেতা
সন্দীপ রায়ের প্রসঙ্গে বলতে নচিকেতা বলেন, "বাবুদার সঙ্গে একবার আলাপ হয়েছিল । সেটা বাবুদার না-মনে থাকারই কথা ।" নচিকেতা নিজে সঙ্গীতশিল্পী হলেও গল্প, উপন্যাসও লেখেন। তাঁর চারটি বই যথেষ্ট আলোড়ন ফেলেছে । রহস্য রোমাঞ্চ লিখতেই বেশি ভালোবাসেন তিনি । কথা প্রসঙ্গে উঠল সত্যজিৎ রায়ের প্রসঙ্গ । নচিকেতা বলেন "সত্যজিৎ রায়ের সব গল্প ।আমার ঠোঁটস্থ । শুধু নাম বললেই গল্পটা বলে দেব ।" সন্দীপ রায়ের বানানো 'বোম্বাইয়ের বম্বেটে' খুব ভালো লেগেছে বলে জানান নচিকেতা । এর আগেও সত্যজিৎকে নিয়ে গান গেয়েছিলেন নচিকেতা ৷ সে গানে একইসঙ্গে গলা দিয়েছিলেন অঞ্জন দত্ত, কবীর সুমনও ৷ গানটির শিরোনাম ছিল, 'ফেলুদার গান' ৷আর নচিকেতার এবারের 'তোপসের গান' নিয়ে সন্দীপ রায় বলেন, "আসলে আমরা সবাই তোপসে । ফেলুদা সত্যজিৎ রায় ।" তাঁর আগামী জন্মদিনে তাঁকে নিয়ে এবার নিজেই গান লিখতে চান নচিকেতাও । নিজেই গান লিখে, সুর করে গেয়ে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে চান তিনি । একথা শুনে সন্দীপ রায়ের উচ্ছসিত মন্তব্য, আবার তবে এই বাড়িতেই জমে উঠবে সেই গানের রিলিজের আড্ডা। আরও পড়ুন:সাইকেল রেস জিততে প্রস্তত অনুপম, আসছে 'বিজয় 69'

ABOUT THE AUTHOR

...view details