লস অ্যাঞ্জেলেস, 13 মার্চ: অস্কারের মঞ্চে সেরার সেরা 'নাতু নাতু' ৷ পরিচালক রাজামৌলির অ্যাকশন ব্লকবাস্টার 'আরআরআর' ছবির 'নাতু নাতু' সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতল (Naatu Naatu Song from RRR Wins Oscars)৷ 14 বছর পর ফের অস্কারের মঞ্চে জ্বলজ্বল করল ভারতের নাম ৷ এই ক্যাটাগরিতে তেলুগু গান টেল ইট লাইক অ্যা উওম্যান থেকে 'অ্যাপ্লজ', টপ গানের 'হোল্ড মাই হ্যান্ড', ব্ল্যাক প্যান্থার থেকে লিফট মি আপ এবং দিস ইস অ্যা লাইফ ফ্রম এভরিথিং-য়ের সঙ্গে মনোনীত হয়েছিল 'নাতু নাতু' ৷ কিন্তু সবকিছুকে পিছনে ফেলে বিশ্বজুড়ে সকলকে নাচিয়ে সেরার দৌড়ে এগিয়ে যায় 'নাতু নাতু' ৷
অস্কারের মঞ্চে যে মুহূর্তে দীপিকা 'নাতু নাতু' গানটি নিয়ে বলতে শুরু করেছিলেন সেই সময় একাধিকবার দর্শকদের উল্লাসে তা বাধাপ্রাপ্ত হয় ৷ সেই উত্তেজনা থামাতে এবং ফের এই গান সম্পর্কে বলার আগে বিভিন্ন ভঙ্গিমা নিয়েছিলেন তিনি ৷ তবে এটা বলাই বাহুল্য যে 95 তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অস্কার মনোনীত দেশীয় ছবির গান 'নাতু নাতু'-কে পরিচয় করিয়ে দেওয়ার সময় আপাতদৃষ্টিতে গর্বিত ছিলেন দীপিকা ৷ এর জন্য তিনি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে গায়ক কালাভিরব ও রাহুল সিপলিগঞ্জের 'নাতু নাতু' লাইভ পারফরম্যান্সের পথ দেখিয়েছিলেন ৷