হায়দরাবাদ, 1 অক্টোবর:বাংলাদেশের মুক্তিযুদ্ধের কাণ্ডারি শেখ মুজিবুর রহমানের জীবনী এবার বড় পর্দায় ৷ নেপথ্যে পরিচালক শ্যাম বেনেগল ৷ বঙ্গবন্ধুর জীবনকে কেন্দ্র করে তৈরি ছবির ট্রেলার প্রকাশ্যে এল রবিবার ৷ ছবির নাম 'মুজিব- দ্য মেকিং অফ আ নেশন' ৷ ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি ৷ হিস্টোরিক্যাল ড্রামা মুজিব- দ্য মেকিং অফ আ নেশন মুক্তি পাবে 27 অক্টোবর ৷
1920 সালের 17 মার্চ মুজিবুর বিখ্যাত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ তিনি মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন ৷ বাংলাদেশ দখল করে থাকা পাকিস্তানি সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি ৷ লড়াই করেছেন অসাম্য ও দারিদ্র্যতার বিরুদ্ধে ৷ 1947 থেকে 1971 সালের মধ্যে প্রায় 11 বছর কারাবাস মুজিবের । স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে মুজিবের লড়াই দীর্ঘ ও সাহসের । একাত্তরেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ। মুজিবুরকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং "বঙ্গবন্ধু" হিসাবে গণ্য করা হয়। ইতিহাস গর্বের, ইতিহাস বাংলাদেশের, বাংলা ভাষার । সেই সাহসের পথ তৈরি করেছেন যিনি, তিনি মুজিবুর রহমান । যা এবার রূপোলি পর্দায়, খ্যাতনামা ও দুঁদে পরিচালক শ্যাম বেনেগলের হাত ধরে। যিনি 'বোস-দ্য ফরগটন হিরো', 'দ্য মেকিং অফ মহাত্মা'-র মতো ছবি উপহার দিয়েছেন ।