পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Mrs Chatterjee Vs Norway: পর্দায় নিজের সংগ্রাম দেখে আসল মিসেস চ্যাটার্জির চোখে জল

বড় পর্দায় নিজের সংগ্রাম দেখে চোখে জল চলে এল আসল মিসেস চ্যাটার্জির ৷ অর্থাৎ সাগরিকা চট্টোপাধ্যায়ের (Sagarika Chatterjee News)৷ রানি মুখোপাধ্যায়ের 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'র ট্রেলার (Mrs Chatterjee Vs Norway Trailer) দেখে তিনি আপ্লুত ৷

Mrs Chatterjee Vs Norway ETV Bharat
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে

By

Published : Mar 1, 2023, 7:10 PM IST

মুম্বই, 1 মার্চ: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway Trailer) ছবির গল্প আবর্তিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় ৷ একটা সময় ছিল যখন রোজ খবরের শিরোনামে থাকত সাগরিকা চট্টোপাধ্যায়ের নাম (Sagarika Chatterjee News)৷ তাঁর জীবনই এই ছবিতে তুলে ধরবেন রানি মুখোপাধ্যায় ৷ স্বয়ং সাগরিকা এই ছবির ট্রেলার দেখার পর যেন নিজের জীবনের সংগ্রামকেই পুনরায় (Reliving the battle) ঘটতে দেখছেন পর্দায় ৷

রানির ছবির ট্রেলারে নিজেকেই খুঁজে পেলেন সাগরিকা: তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাগরিকা চট্টোপাধ্যায়কে ৷ তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ৷ সম্প্রতি রানির ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সাগরিকা বলেন যে, ট্রেলারটি দেখা তাঁর কাছে নিজের সেই যুদ্ধকে পুনরায় দেখার মতো ছিল ৷

ধারার পাশে সাগরিকা: ট্রেলার সম্পর্কে নিজের অনুভূতি শেয়ার করে সাগরিকা বলেন, "আমার গল্পটি বলা হয়েছে দেখে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করা কঠিন । ট্রেলারটি দেখে, আমার মনে হয়েছিল যে আমি আমার যুদ্ধকে পুনরুদ্ধার করছি । আমি বিশ্বাস করি যে, এই গল্পটি জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজও অভিবাসী বাবা-মায়েদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা স্পষ্ট হয় জার্মানির করুণ কাহিনী থেকে । আমি আরিহা শাহের মা ধারার সঙ্গে যোগাযোগ করেছি, যাঁর ছোট্ট মেয়েটিকে নিয়ে নেওয়া হয়েছে । আমি আপনাদের সকলকে অনুরোধ করছি । তার পাশে দাঁড়ান, যেমনটা আমি করেছি । নিঃশর্ত ভাবে আমার সমর্থন রইল প্রতিটি মায়ের প্রতি ।"

আরও পড়ুন:রানির ছবিতে বি-টাউনে আত্মপ্রকাশ অনির্বাণের, বৃহস্পতিতে ট্রেলারমুক্তি 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে'র

ট্রেলার চোখে জল আনে সাগরিকার: তিনি আরও বলেন, "আমি আমার সন্তানদের ফিরে পেতে যে দুঃখ ও সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছিলাম, তা তুলে ধরার জন্য আমি রানি মুখোপাধ্য়ায়কে ধন্যবাদ জানাতে চাই । তিনি নিজেও একজন মা এবং আমি তাঁকে ধন্যবাদ জানাই পর্দায় একটি মায়ের বেদনাদায়ক সফরকে এত মর্যাদার সঙ্গে তুলে ধরার জন্য ৷ ট্রেলারে তাঁকে দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম ৷"

হ্যাশট্যাগ বয়কট জার্মানি ট্রেন্ডিং টুইটারে: সম্প্রতি আশিমা চিব্বরের পরিচালনায় মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের ট্রেলার মুক্তি পায় ৷ সেখানে দেখা গিয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস তাঁর সন্তানদের ফিরে পেতে নরওয়ের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন রানি মুখোপাধ্যায় ৷ এই ট্রেলার দেখার পর, জার্মান চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস এক ভারতীয় বাবা-মায়ের সন্তানকে নিয়ে নেওয়ায় টুইটারে হ্যাশট্যাগ বয়কট জার্মানি ট্রেন্ড করতে শুরু করেছে ৷ জি স্টুডিয়োস এবং এমে এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' চলতি বছরের 17 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details