মুম্বই, 1 মার্চ: 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway Trailer) ছবির গল্প আবর্তিত হয়েছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় ৷ একটা সময় ছিল যখন রোজ খবরের শিরোনামে থাকত সাগরিকা চট্টোপাধ্যায়ের নাম (Sagarika Chatterjee News)৷ তাঁর জীবনই এই ছবিতে তুলে ধরবেন রানি মুখোপাধ্যায় ৷ স্বয়ং সাগরিকা এই ছবির ট্রেলার দেখার পর যেন নিজের জীবনের সংগ্রামকেই পুনরায় (Reliving the battle) ঘটতে দেখছেন পর্দায় ৷
রানির ছবির ট্রেলারে নিজেকেই খুঁজে পেলেন সাগরিকা: তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে সাগরিকা চট্টোপাধ্যায়কে ৷ তাঁর সন্তানদের তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল ৷ সম্প্রতি রানির ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সাগরিকা বলেন যে, ট্রেলারটি দেখা তাঁর কাছে নিজের সেই যুদ্ধকে পুনরায় দেখার মতো ছিল ৷
ধারার পাশে সাগরিকা: ট্রেলার সম্পর্কে নিজের অনুভূতি শেয়ার করে সাগরিকা বলেন, "আমার গল্পটি বলা হয়েছে দেখে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করা কঠিন । ট্রেলারটি দেখে, আমার মনে হয়েছিল যে আমি আমার যুদ্ধকে পুনরুদ্ধার করছি । আমি বিশ্বাস করি যে, এই গল্পটি জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আজও অভিবাসী বাবা-মায়েদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা স্পষ্ট হয় জার্মানির করুণ কাহিনী থেকে । আমি আরিহা শাহের মা ধারার সঙ্গে যোগাযোগ করেছি, যাঁর ছোট্ট মেয়েটিকে নিয়ে নেওয়া হয়েছে । আমি আপনাদের সকলকে অনুরোধ করছি । তার পাশে দাঁড়ান, যেমনটা আমি করেছি । নিঃশর্ত ভাবে আমার সমর্থন রইল প্রতিটি মায়ের প্রতি ।"