মুম্বই, 18 জানুয়ারি:রিচালক ওম রাউত এর আগে জানিয়েছিলেন এই ছবি 12 জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ৷ তবে পরে সেই তারিখ পিছিয়ে যায় নানা কারণে ৷ সম্প্রতি নির্মাতারা জানিয়েছেন, ছবি মুক্তির নতুন তারিখ হল আগামী 16 জুন (Adipurush releases in theatres on 16th June 2023)৷ এই ছবিতে রামের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে ৷ তাঁর সঙ্গে সীতার চরিত্রে জুটি বাঁধতে চলেছেন কৃতি স্যানন ৷ ছবিতে রাবণের চরিত্রে রয়েছেন সইফ আলি খান ৷ আর লক্ষণের চরিত্রে অভিনয় করবেন সানি সিং (Adipurush new release date )৷
ছবি মুক্তির নতুন তারিখ জানিয়ে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছেন পরিচালক ৷ তাতে লেখা আর মাত্র 150 দিন বাকি ৷ আর তারপরেই পর্দায় আসছে এই ছবি ৷ ক্য়াপশনে তিনি লিখেছেন, "রামকার্য করতে আমরা সদা প্রস্তুত ৷ বিশ্ব 150 দিনের মধ্যে ভারতের অপূর্ব এক মহাকাব্যের সাক্ষী হবে।" এই ছবির বাজেট 500 কোটিরও বেশি (Adipurush new poster)৷