পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Devi Chowdhurani Motion Poster: কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচন 'দেবী চৌধুরানি' ছবির মোশন পোস্টার - Motion Poster of Devi Chowdhurani

প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচন হতে চলেছে 'দেবী চৌধুরানি' ছবির মোশন পোস্টার ৷ খুশির খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Devi Chowdhurani Motion Poster
'দেবী চৌধুরানি' ছবির মোশন পোস্টার

By

Published : May 21, 2023, 6:27 AM IST

Updated : May 21, 2023, 10:36 AM IST

কলকাতা,20 মে: টলিউডের মুকুটে নতুন পালক ৷ প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচন হতে চলেছে কোনও বাংলা ছবির ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী অভিনীত 'দেবী চৌধুরানি' ছবির মোশন পোস্টার আত্মপ্রকাশ করছে 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ খুশির সেই খবর শনিবার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ শেয়ার করেছেন সেই ছবিও ৷

বেশ কয়েকমাস ধরে বাংলা সিনে জগতে হুলস্থূল পড়ে গিয়েছে ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরাণী'-কে বড় পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ। এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয় জানার জন্য কারা রয়েছেন ছবির কাস্টিংয়ে ৷ তারপর একে একে সোশাল মিডিয়াতেই স্ক্রিপ্ট হাতে হাজির হন ছবির কলাকুশলীরা ৷ দেবী চৌধুরানীর চরিত্রে বাংলার সিনে অনুরাগীরা পেতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীকে ৷

শনিবার নেট দুনিয়ায় পরিচালক ও প্রসেনজিৎ একগুচ্ছ ছবি দিয়ে লিখেছেন, "দেবী চৌধুরাণী ছবির মোশন পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক দর্শকের সামনে, 2023 সালের কান চলচ্চিত্র উৎসবে। কান-এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস-এ প্রদর্শিত হবে সেটি।" এই তথ্য সামনে আসতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় ৷ একে একে অনুরাগীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনন্দন বার্তায় ৷

প্রসঙ্গত,শুভ্রজিতের ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকও। সঙ্গীত পরিচালনার দায়িত্বে বিক্রম ঘোষ। অ্যাকশন দৃশ্যের পরিচালনার দায়িত্বে মুম্বইয়ের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর শাম কৌশল ৷

আরও পড়ুন : মুক্তি পেল 'জয় শ্রী রাম', গানে গানে রঘুপতিবন্দনা 'আদিপুরুষ' ছবিতে

নতুন ছবির কাজ নিয়ে আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। শ্যুটিংয়ের জন্য মানানসই জায়গার খোঁজ চালাচ্ছেন তিনি ও তাঁর টিম ৷ জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বাংলার আশ্বিন মাসে শুরু হবে ছবির শুটিং।

Last Updated : May 21, 2023, 10:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details