কলকাতা,20 মে: টলিউডের মুকুটে নতুন পালক ৷ প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালে উন্মোচন হতে চলেছে কোনও বাংলা ছবির ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী অভিনীত 'দেবী চৌধুরানি' ছবির মোশন পোস্টার আত্মপ্রকাশ করছে 76তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ খুশির সেই খবর শনিবার খবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ শেয়ার করেছেন সেই ছবিও ৷
বেশ কয়েকমাস ধরে বাংলা সিনে জগতে হুলস্থূল পড়ে গিয়েছে ৷ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবী চৌধুরাণী'-কে বড় পর্দায় আনছেন পরিচালক শুভ্রজিৎ। এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয় জানার জন্য কারা রয়েছেন ছবির কাস্টিংয়ে ৷ তারপর একে একে সোশাল মিডিয়াতেই স্ক্রিপ্ট হাতে হাজির হন ছবির কলাকুশলীরা ৷ দেবী চৌধুরানীর চরিত্রে বাংলার সিনে অনুরাগীরা পেতে চলেছে অভিনেত্রী শ্রাবন্তীকে ৷
শনিবার নেট দুনিয়ায় পরিচালক ও প্রসেনজিৎ একগুচ্ছ ছবি দিয়ে লিখেছেন, "দেবী চৌধুরাণী ছবির মোশন পোস্টার উন্মোচিত হবে আন্তর্জাতিক দর্শকের সামনে, 2023 সালের কান চলচ্চিত্র উৎসবে। কান-এর ভারতীয় প্যাভিলিয়নে মার্শ দ্যু ফিল্মস-এ প্রদর্শিত হবে সেটি।" এই তথ্য সামনে আসতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় ৷ একে একে অনুরাগীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন অভিনন্দন বার্তায় ৷