কলকাতা, 21 জুন :আগামী 27 জুন বাংলার নৃত্যশিল্পের জন্য একটি বিশেষ দিন ৷ কারণ এই দিন কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্করের 103তম জন্মবার্ষিকী । আর বিশেষ দিনে কিংবদন্তিকে নাচের মাধ্যমেই শ্রদ্ধা জানাতে প্রস্তুত 'মমতা শঙ্কর ডান্স কোম্পানি'(Mamata and Her Dance Company Will Pay Tribute to Amala Shankar on Her 103rd Birth Anniversary) । ব্যালে নৃত্যের ক্ষেত্রে অমলা শঙ্কর বিশ্বব্যাপী একটি পরিচিত নাম । শুধু তাই নয়, নৃত্যের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি । মায়ের 103তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী 26 এবং 27 জুন 'মমতা শঙ্কর ডান্স কোম্পানি'র পক্ষ থেকে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান ।
নৃত্যানুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ কিছু পরিবেশনা । 26 জুন কিংবদন্তির ছবিতে ফুল দিয়ে তাঁকে স্মরণ করবেন বিশিষ্টজনেরা । এর পরে থাকছে 'করোনেশন অফ রামা' । পরিচালনায় সৌরিতা শঙ্কর ঘোষ । পরে উদয় শঙ্কর পরিচালিত অমলা শঙ্করের 'কল্পনা' ছবির নানা মুহূর্ত নিয়ে থাকছে এক অডিও-ভিজুয়াল কোলাজ 'এভারগ্রিন মেমোরিজ'। সর্বশেষ নিবেদন হিসেবে পরিবেশন হবে নৃত্যনাট্য 'আজকের একলব্য'। গুরু-শিষ্য পরম্পরার নানা আঙ্গিক, টানাপোড়েন এই প্রযোজনার মূল কথা । পরিচালনায় মমতা শঙ্কর । মুখ্য ভূমিকায় রুদ্রপ্রসাদ রায় (একলব্য), বিধান রায় চৌধুরী (গুরু) । সঙ্গীত রবিন দাস, আলোকসম্পাতে রাতুল শঙ্কর ঘোষ । চিত্রনাট্য ও ভাষ্যে চন্দ্রোদয় ঘোষ ।