হায়দরাবাদ, 10 অক্টোবর: তাঁকে বলা হয় ভারতীয় সিনেমার স্পিলবার্গ ৷ তিনি এসএস রাজামৌলি ৷ প্রতিনিয়ত যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গিয়েছেন অভাবনীয় স্তরে ৷ চিত্রনাট্য থেকে গ্রাফিক্স ডিজাইন, অ্যাকশন সিকোয়েন্স থেকে সিনেমাটোগ্রাফি, ভারতীয় ছবির নতুন সংজ্ঞা তৈরি করেছেন অস্কারজয়ী পরিচালক ৷ ছবির হিরো যেভাবে প্রাধান্য পেয়েছে তাঁর ছবিতে, তেমনই খলনায়কের চরিত্রও পেয়েছে সমান স্ক্রিনস্পেস ৷ তাই একদিকে যদি বাহুবলীকে যেমন দর্শক মনে রেখেছেন তেমনই মনে রেখেছেন ভল্লালদেব-কেও ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সিনেপর্দায় জনপ্রিয় ছবি, নায়ক ও খলনায়কের চরিত্রগুলিকে ৷
2001 সালে ছবি পরিচালনায় হাত পাকানো শুরু করেন রাজামৌলি ৷ প্রথম ছবি ছিল 'স্টুডেন্ট নম্বর 1' ৷ একে একে 'সিমাদ্রি', 'সাই', 'ছত্রপতি'-র মতো উপহার দর্শকদের উপহার দেন তিনি ৷ তবে 2009 সালে তেলেগু ছবি 'মগধীরা' সাড়া ফেলে বক্সঅফিসে ৷ ফ্যান্টাসি-রোমান্টিক-অ্যাকশন, একত্রে বিনোদনের মশলা তিনি উপহার দেন দর্শকদের ৷ আর ফিরে তাকাতে হয়নি ৷ বক্সঅফিসে সুপারহিটের তকমা পায় এই ছবি ৷ রামচরণকে দেখা যায় হর্শ ও ভৈরবের চরিত্রে ৷ কাজল আগরওয়ালকে দেখা যায় ইন্দিরা ও মিথরাবৃন্দা দেবীর চরিত্রে ৷ দেব গিলকে দেখা যায় রঘুবীর ও রণদেব বিল্লার চরিত্রে ৷ ছবিতে রামচরণ ও দেব গিলকে পর্দায় যেভাবে পরিচালক রাজামৌলি তুলে ধরেন তা প্রশংসনীয় ৷