পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Madhumita Sarcar: 'চিন্তা করো না, শিবের মতোই বর পাবে!', পুজো দিতে গিয়ে কটাক্ষের শিকার মধুমিতা - Madhumita Sarcar New Film

শিব মন্দিরে পুজো দিতে গিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী মধুমিতা সরকার ৷ চর্চায় উঠে এল তাঁর ব্যাক্তিগত জীবনও ৷

Pic Madhumita Sarcar Instagram
ট্রলিংয়ের শিকার মধুমিতা

By

Published : Aug 15, 2023, 11:34 AM IST

কলকাতা, 15 অগস্ট: শিব মন্দিরে পুজো দেওয়ার ভিডিয়ো শেয়ার করে কটাক্ষের শিকার অভিনেত্রী মধুমিতা সরকার ৷ সোমবার একটি রিলস ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী ৷ সেখানে তাঁকে দেখা যায় একটি পাহাড়ি শিবমন্দিরে পুজো দিতে ৷ আর এই ভিডিয়ো শেয়ার করেই কটাক্ষের শিকার হন চিনি অভিনেত্রী ৷ প্রশ্ন উঠল তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ৷ সবে মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক পরিচালিত 'চিনি 2' ছবিটি ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার ৷ এই চরিত্রে অভিনয়ের জন্য় বেশ প্রশংসাও কুড়োচ্ছেন তিনি ৷ আর তারই মাঝে চর্চায় উঠে এল তাঁর ব্যাক্তিগত জীবন ৷

ভিডিয়োটি কোন মন্দিরের তা অবশ্য় নায়িকা জানাননি ৷ কিন্তু তাঁর নিষ্ঠা ভরে পুজো দেওয়ার ভিডিয়ো সামনে আসতেই শুরু হল কটাক্ষ ৷ একজন তো এও লেখেন, "চিন্তা করো না ৷ শিবের মতোই বর পাবে ৷" আদতে মধুমিতার প্রথম বিয়ে সুখের হয়নি ৷ 2015 সালে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি ৷ কিন্তু বেশ কয়েক বছর সংসার করার পর বিচ্ছেদের পথে হাঁটেন দু'জনেই ৷ এখন অবশ্য় অভিনেত্রী সিঙ্গল ৷

যদিও মধুমিতা ব্যস্ত তাঁর অভিনয় নিয়েই ৷ 'চিনি 2' ছবিটি মুক্তির আগে থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁর নতুন কাজ ৷ মধুমিতা ব্যস্ত হয়ে পড়েছেন তাঁর নতুন ছবি 'কে প্রথম কাছে এসেছি'র শুটিংয়ে ৷ তাঁর সঙ্গে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়ও ৷ ছবির শুটিং কিছুদিন আগেই শেষ হয়েছে অরুণাচল প্রদেশে ৷ এই ভিডিয়োটিও সেই অরুণাচল প্রদেশেরই কি না তা জানা নেই ৷

আরও পড়ুন:'দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি!' সৃজিতের শুটিংয়ের ঝলক শেয়ার করে জানালেন নির্মাতারা

তবে সকলেই যে তাঁর পুজো দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন তা মোটেই নয় ৷ বরং কেউ কেউ তাঁকে এতো নিষ্ঠা ভরে পুজো দিতে দেখে বেশ খুশি ৷ অনুরাগীদের একজন লিখেছেন, "হর হর মহাদেব ৷" আবার কেউ লেখেন, "ওম নম শিবায় ৷" কেউ আবার লেখেন, "তুমি ভীষণ সুন্দর ৷"

ABOUT THE AUTHOR

...view details