মুম্বই, 26 অগস্ট:প্রয়াত কবি তথা গীতিকার দেব কোহলি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর ৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন ৷ শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ 'ইয়ে কালি কালি আঁখে', 'দিদি তেরা দেবর দিওয়ানা', 'কবতুর যা যা'-এর মতো তাঁর রচিত একাধিক গান আজও সকলরে মুখে মুখে ফেরে ৷ এই সমস্ত কালজয়ী গান দেশকে উপহার দিয়েছেন দেব কোহলি।
সূত্রের খবর, বিকেল পর্যন্ত মুম্বইয়ের বাড়িতেই শায়িত থাকবে মরদেহ ৷ এরপর শেষকৃত্য সম্পন্ন হবে ওশিওয়াড়ায় ৷ দু'দিন আগেই মৃত্যু হয়েছিল মারাঠি অভিনেত্রী সীমা দেওয়ের ৷ আর তারপর আবারও এক মৃত্যু ৷ যার জেরে ফের শোকস্তব্ধ বলিউড ৷ প্রায় 100-এর বেশি হিন্দি ছবির জন্য় গান লিখেছিলেন দেব ৷ সলমন খানের 'ম্যায়নে পেয়ার কিয়া', শাহরুখ খানের 'বাজিগর', 'জুড়য়া 2', 'মুুসাফির', 'শুট আউট অ্যাট লোখণ্ডওয়ালা', 'হাম আপকে হ্যায় কন' এবং নানা পাটেকরের 'ট্যাক্সি নম্বর 9 2 11: ন দো গিয়ারা'-র মতো বহু ছবিকে সমৃদ্ধ করে তাঁর গান ৷ এসপি বালাসুভ্রমণিয়াম, রাম লক্ষণ, আনন্দ রাজ আনন্দ, আন্নু মালিক এবং আনন্দ মিলিন্দের মতো বহু মানুষের সঙ্গ কাজ করেছেন দেব ৷