পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kartik Chandu Champion: 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন কার্তিক আরিয়ান - সত্যপ্রেম কি কথা

তাঁর এই নতুন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন' ফার্স্ট লুক শেয়ার করলেন অভিনেতা কার্তিক আরিয়ান ৷ আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Kartik Chandu Champion
চান্দু চ্যাম্পিয়ানের ফার্স্ট লুক নিয়ে হাজির কার্তিক

By

Published : Aug 1, 2023, 8:54 PM IST

হায়দরাবাদ, 1 অগস্ট:বি-টাউনে এখন কার্তিক আরিয়ান মানেই সুপারহিট ৷ 'শেহজাদা' যদিও বক্স অফিসে তেমন জায়গা পায়নি কিন্তু পরের ছবিতেই আবার সব অপবাদ মুছে দিয়েছেন অভিনেতা ৷ 'সত্যপ্রেম কি কথা' ছবিতে তাঁর সঙ্গে কিয়ারা আদবানির রসায়ন একেবারে জমে গিয়েছে ৷ এবার কিন্তু কার্তিককে দেখা যাবে একেবারে অন্য ধরনের একটি লুকে ৷ এখানে তিনি অভিনয় করতে চলেছেন একজন 'রিয়েল হিরো'র চরিত্রে ৷ তাঁর চরিত্রটি তৈরি হয়েছে প্যারালিম্পিয়ান মুরলিকান্ত পেটকরের ওপর ভিত্তি করে ৷

তাঁর এই নতুন ছবির নাম 'চান্দু চ্যাম্পিয়ন'-এর নতুন লুকও সামনে আনলেন কার্তিক ৷ গত মাসেই শুরু হয়েছিল এই ছবির প্রোডাকশনের কাজ ৷ আর এবার সামনে এল অভিনেতা লুক ৷ প্যারালিম্পিক জয়ী মুরলীকান্তকে পর্দায় ফুটিয়ে তোলা যে একটি চ্যালেঞ্জ হতে চলেছে কার্তিকের জন্য তা বলাই বাহুল্য ৷ কারণ মুরলীকান্ত শুধু প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় প্যারাল্মিপিয়ান নন বেশ কঠিন ছিল যাত্রা ৷

প্রথমে বক্সার হিসাবে জীবন শুরু করা এই মানুষটি 1965 সালে ভারত-পাক যুদ্ধে বুলেটের আঘাতে জখম হন ৷ কিন্তু তিনি হতাশ হয়ে পড়েননি ৷ এরপর সাঁতারে বিশ্বরেকর্ড গড়েন এই মানুষটি ৷ তাঁর জীবনকেই পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন কার্তিক ৷ এর আগে এই ধরনের কোনও চরিত্রে কিন্তু দেখা যায়নি তাঁকে ৷ কার্তিককে এদিন দেখা গিয়েছে একেবারে অন্য় লুকে ৷ ছোট করে ছাঁটা চুল, পরনে নীল ব্লেজার আর তাঁর বুকের ওপর লেখা 'ইন্ডিয়া' কথাটি ৷ ছবিটি শেয়ার করে তিনি লেখেন, "যখন আপনার বুকের ওপর ভারত কথাটা লেখা থাকে তখন একেবারে অন্যরকম একটা অনুভূতি হয় ৷"

আরও পড়ুন:মুক্তি পেল রিমা জোয়াদের নতুন সিরিজ মেড ইন হেভেন 2 এর ট্রেলার

লন্ডনে শেষ হয়েছে ছবির প্রথম পর্বের শুটিং ঠিক এমনটাই আজ জানিয়েছেন অভিনেতা ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক কবীর খান ৷ এর আগে তাঁর হাত থেকে '83'-এর মতো ছবি উপহার পেয়েছেন অনুরাগীরা ৷ কার্তিকের সঙ্গেও এই প্রথম জুটি বাঁধছেন পরিচালক ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট ৷ ছবিটি মুক্তি পাবে আগামী বছর ঈদে ৷

ABOUT THE AUTHOR

...view details