পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1'র ঝলক, অনুরাগীদের চমকে দিলেন ঋষভ - কন্নড় ছবি

Kantara Chapter 1 First Look: প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1' ছবির পোস্টার ও টিজার ৷ পরিচালক-অভিনেতা ঋষভকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷

Etv Bharat
প্রকাশ্যে 'কান্তারা চ্যাপ্টার 1' ঝলক

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 5:09 PM IST

হায়দরাবাদ, 27 নভেম্বর:কথা রাখলেন ঋষভ ৷ সোমবার ঠিক সময়েই হাজির হল 'কান্তারা চ্যাপ্টার 1' ছবির পোস্টার ও টিজার ৷ সকলকে চমকে দিতে আরও একবার প্রস্তুত হোমবেল প্রযোজনা সংস্থা ৷ গত বছর মুক্তি পেয়েছিল কান্তারা: দ্য লেজেন্ড ৷ সেই কাহিনীকে এগিয়ে নিয়ে যাবে 'কান্তারা চ্যাপ্টার 1' ৷ প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে ছবির প্রথম ঝলক ৷ ঋষভকে দেখে মুগ্ধ নেটপাড়া ৷

2022 সালে মুক্তি পাওয়া কন্নড় ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেন ঋষভ ৷ কর্ণাটকে ছবি সফল হওয়ার পরে তা বিভিন্ন ভাষায় মুক্তি পায় দেশজুড়ে ৷ ছবি ঘিরে শুধু প্রশংসা নয়, বক্সঅফিসে আয়ের দিক থেকেও ঝড় তোলে এই ছবি ৷ এবার প্রকাশ্যে 'কান্তারা 2'-এর ঝলক ৷

টিজারে দেখা গিয়েছে চারিদিকে অন্ধকার, জঙ্গলে এক জায়গায় বৃত্তাকারে জ্বলছে আগুন ৷ তার মাঝখানে দাঁড়িয়ে ঋষভ ৷ তিনি চেয়ে রয়েছেন আকাশপানে ৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে একটি স্বর ৷ যিনি বলেন, "আলোতে সবাই সবকিছু দেখতে পান ৷ কিন্তু এটা আলো নয়, এটা দৃষ্টি ৷ এই দৃষ্টি অতীত, বর্তমান ও ভবিষ্যতের ৷ এই আলো সবকিছু প্রকাশ্যে আনবে ৷ তোমরা কি সেটা উপলব্ধি করতে পারছ?"

গতবছর 'কান্তারা' গ্লোবালি ব্লকব্লাস্টার হিট করেছিল বক্সঅফিসে ৷ মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ককে অনবদ্যভাবে ছবির মাধ্যমে প্রকাশ্যে আনেন পরিচালক ঋষভ ৷ মূলত, বক্সঅফিসে 'কান্তারা' 100 দিন চলার পরেই পরিচালক-অভিনেতা ঋষভ ঘোষণা করেছিলেন এই ছবির পরবর্তী ভাগ নিয়ে হাজির হবেন ৷ তিনি সেই সময়ে বলেন, "এটা আপনারা যেটা দেখলেন আসলে এটা পার্ট-2 ৷ পার্ট-1 আসবে আগামী বছর ৷ 'কান্তারা' ছবির প্রেক্ষাপট দেখতে গেলে ইতিহাসের আরও গভীরে যেতে হবে ৷ তবে সঠিক সময়ে ছবির পরবর্তী ভাগ নিয়ে কথা হবে ৷"

'কান্তারা' ছবির গল্প এগিয়েছে কাল্পনিক গ্রাম দক্ষিণ কন্নড়ের বাসিন্দা ঋষভ শেট্টির চরিত্রকে আবর্তিত করে ৷ দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে তাঁকে ৷ যেখানে তাঁকে কামবালা চ্যাম্পিয়ন রূপে দেখা গিয়েছে ৷ আবার ডাইভা কোলা চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে ৷ 'কান্তারা 2' ছাড়াও, হোমবেল ফিল্মস 'সালার' প্রযোজনা করছে, যা বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে একটি।

আরও পড়ুন:

1 'অ্যানিম্যাল' ছবির প্রি-রিলিজ ইভেন্টে প্রধান অতিথি এসএস রাজামৌলি ও মহেশ বাবু, হায়দরাবাদে বসছে আসর

2. বিশ্বকাপ বিতর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কে আঘাত হানবে না, মত দুই বাংলার শিল্পীদের

3.16 বছর পর কফি কাউচে রানি-কাজল, করণকে 'এক্সপোজ' করার হুমকি!

ABOUT THE AUTHOR

...view details