পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Kangana Ranaut Birthday: গ্যাংস্টার থেকে থালাইভি, সেরা ছবিগুলি দিয়েই জন্মদিন উদযাপন হোক বলিউডের 'কুইন'-এর

আজ কঙ্গনা রানাওয়াত 36 বছর পূর্ণ করলেন (Kangana Ranaut Birthday)। জন্মদিনে তাঁর কেরিয়ারের সেরা চলচ্চিত্রগুলি (Best films of Kangana) দেখে নেওয়া যাক, যা তাঁকে একজন দাপুটে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে ৷

Kangana Ranaut ETV Bharat
কঙ্গনা রানাওয়াত

By

Published : Mar 23, 2023, 1:46 PM IST

হায়দরাবাদ, 23 মার্চ: 37 বছরে পড়লেন বলিউডের দাপুটে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Birthday)৷ তাঁর কেরিয়ারের বয়স 17 বছর ৷ অনুরাগ বসুর পরিচালনায় গ্যাংস্টার দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন ৷ তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি ৷ একের পর বৈচিত্র্যময় চরিত্রে দর্শকদের অবাক করে চলেছেন তিনি (Best films of Kangana)।

তিনি (Kangana Ranaut age now) বর্তমানে একজন অভিনেত্রীর পাশাপাশি একজন পরিচালক এবং প্রযোজক হিসেবেও কাজ করছেন । তাঁর অভিনয় দক্ষতা, নির্ভীক ব্যক্তিত্ব অনেকের মন জয় করে নিয়েছে । জন্মদিনে তাঁর চলচ্চিত্রগুলি একনজরে দেখে নেওয়া যাক, যা তাঁকে একজন স্বতন্ত্র অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে ৷

গ্যাংস্টার

গ্যাংস্টার (2006)

গ্যাংস্টার ফিল্ম দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন কঙ্গনা রানাওয়াত । অনুরাগ বসু পরিচালিত মুভিতে একজন গ্যাংস্টারের ভূমিকায় দেখা গিয়েছে শাইনি আহুজাকে ৷ আর তাঁর বিপরীতে একজন বার ডান্সারের চরিত্র ফুটিয়ে তুলেছেন কঙ্গনা । ক্রাইম ড্রামাটিতে ছিলেন ইমরান হাশমিও ।

ফ্যাশন

ফ্যাশন (2008)

ফ্যাশনের মাধ্যমে কঙ্গনা প্রথমবার তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন । এই ছবিতে যদিও প্রিয়াঙ্কা চোপড়া মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ৷ তবুও কঙ্গনা একজন মডেলের চরিত্রে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ হিট ফিল্মটি সর্বদা কঙ্গনার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রাখবে কারণ এই ছবি তাঁকে প্রথম জাতীয় পুরস্কার এনে দেয় ৷

কুইন

কুইন (2014)

কুইনে বাগদত্তা বিজয় ধিংড়া (রাজকুমার রাও) বিয়ের ঠিক আগের দিন বিয়ে ভেঙে দিলে রানি মেহরা (কঙ্গনা) একা একাই হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত নেন । যে মেয়েরা পুরুষ শাসিত সমাজে স্বাধীন জীবনযাপন করতে দ্বিধাগ্রস্ত থাকেন, তাঁরা কঙ্গনার চরিত্র থেকে প্রকৃত অনুপ্রেরণা পেতে পারেন । কুইন ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনা তাঁর দ্বিতীয় জাতীয় পুরস্কার পান ।

'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি

'তনু ওয়েডস মনু' ফ্র্যাঞ্চাইজি (2011)

আর. মাধবনের সঙ্গে আনন্দ এল রাই-এর তনু ওয়েডস মনু (2011) ছবিতে প্রথম কঙ্গনার কমেডি দক্ষতার দিকটি প্রকাশ পায় । 2015 সালে তিনি ফিরে আসেন তনু ওয়েডস মনু রিটার্নসে । এই ছবিতে প্রধান অভিনেত্রী কঙ্গনা এবং মাধবনের বিয়েতে যে সমস্যাগুলি দেখা দিয়েছিল তা তুলে ধরা হয় ৷ এই ফিল্মে দ্বৈত চরিত্রে অভিনয় করার সুযোগও পেয়েছিলেন কঙ্গনা । তনু ওয়েডস মনু রিটার্নস কঙ্গনাকে এনে দেয় আর একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷

মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি

মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি (2019)

কঙ্গনা রানাওয়াত 2019 সালে মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসিতে প্রথমবার ক্যামেরার পিছনেও দাঁড়ান ৷ তিনি রাধা কৃষ্ণ জাগরলামুড়ির সঙ্গে ঐতিহাসিক এই চলচ্চিত্রের বেশ কয়েকটি অংশ পরিচালনা করেছিলেন । ঝাঁসির রানি লক্ষ্মী বাঈয়ের সাহসিকতার উদযাপনে এই ছবি তৈরি করা হয়েছিল । এই ফিল্মেও মুখ্য চরিত্রে প্রশংসিত হয় কঙ্গনার অভিনয় । হিস্টোরিক্যাল ড্রামায় অভিনয়ের জন্য আরও একটি জাতীয় পুরস্কার জেতেন কঙ্গনা ৷

পাঙ্গা

পাঙ্গা (2020)

কঙ্গনা অভিনীত 2020 সালে এই ছবিটি একজন অবসরপ্রাপ্ত কাবাডি খেলোয়াড়কে নিয়ে, যিনি খেলায় ফিরে আসতে চান । অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত মুভিতে রিচা চাড্ডা, নীনা গুপ্তা, জ্যাসি গিল এবং পঙ্কজ ত্রিপাঠীও এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন । মায়েরা যে হাবে তাঁদের পরিবারকে গড়ে তোলেন, তার পাশে থাকেন, তাঁদের সম্মান জানাতেই তৈরি হয় এই ফিল্ম ৷

থালাইভি

থালাইভি (2021)

এই মুভিতে কঙ্গনা তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন । রাজনীতিবিদ হওয়ার আগে জয়ললিতা তামিল চলচ্চিত্রে অভিনয় করতেন । জয়ললিতার চরিত্র ফুটিয়ে তোলার জন্য় প্রচুর পরিশ্রম করেছেন কঙ্গনা রানাওয়াত ৷ এমনকী তাঁর এই ভূমিকার জন্য তিনি 20 কিলো ওজন বাড়িয়েছিলেন ।

আগামী মাসগুলিতে দর্শকরা কঙ্গনাকে 'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লিজেন্ড অফ ডিড্ডা', 'চন্দ্রমুখী 2' এবং 'দ্য ইনকারনেশন: সীতা'-তে দেখতে পাবেন । এছাড়াও তিনি 'ইমার্জেন্সি' পরিচালনা করছেন, যেটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷

আরও পড়ুন:হট ডিভা থেকে 'কন্ট্রোভার্সি ক্যুইন', ফিরে দেখা কঙ্গনার সবচেয়ে চর্চিত কিছু মন্তুব্য

ABOUT THE AUTHOR

...view details