মান্ডি (হিমাচল প্রদেশ), 6 অক্টোবর: বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ টানা বৃষ্টির জেরে একাধিক এলাকা ধস কবলিত ৷ জলের তোড়ে ভেসে গিয়েছে ঘর-বাড়ি-সহ আরও অনেক কিছু ৷ হিমাচলের পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে ৷ আর্থিক ক্ষতি সামলে এগোনোটা বড় কঠিন ৷ তাই সরকার তথা রাজ্যবাসীর দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড তারকারাও ৷ আমির খানের পর এবার বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত হিমাচল দুর্গত মানুষেদের পাশে দাঁড়ালেন ৷ দুর্যোগ ত্রান তহবিলে কঙ্গনা দান করলেন 5 লাখ টাকা ৷ সোশাল মিডিয়ায় এই তথ্য নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী ৷ পাশাপাশি, দুর্যোগ ত্রাণ তহবিল নিয়েও রাজ্য সরকারকে কোণঠাসা করেছেন কঙ্গনা।
অভিনেত্রী সোশাল মিডিয়ায় লেখেন, "বন্যা বিপর্যস্ত হিমাচলের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি ৷ কিন্তু হিমাচল সরকার দুর্যোগ তহবিল পরিচালনা করতেও সক্ষম নয়। সত্যিই খুব লজ্জার বিষয় ৷ সারাদিনে 50 থেকে 60 বার চেষ্টা করার পর কিছু টাকা ডোনেট হয়েছে ৷" এরপর পোস্টে, কঙ্গনা রানাওয়াত সিএর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট এবং দুর্যোগ ত্রাণ তহবিলে দেওয়া অর্থের রসিদও শেয়ার করেছেন। আড্ডায় সিএ লিখেছেন, "পোর্টালে সমস্যা হচ্ছে ৷ 10 লাখ টাকা নেওয়া যাচ্ছে না ৷ পাঁচ লাখ টাকা ডোনেশনের জন্য নেওয়া সম্ভব হয়েছে ৷"