কলকাতা, 19 জুলাই:2013 সালটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলস্টোন হয়ে থেকে যেতে পারে শুধুমাত্র একটি ছবির জন্য ৷ ছবির নাম 'মেঘে ঢাকা তারা' ৷ 1960 সালে একই নামে ঋত্বিক ঘটক বানিয়েছিলেন তাঁর জীবনের অন্যতম সফল ছবিটি ৷ পরে ঋত্বিকের 'যুক্তি তক্কো গপ্পো'-র নীলকণ্ঠ বাগচীকে একবিংশ শতাব্দীতে আরও একবার তুলে আনেন কমলেশ্বর ৷
বাংলার এই প্রতিবাদী পরিচালকের জীবনের পাতা থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন 'মেঘে ঢাকা তারা' ৷ বাণিজ্যিক দিক থেকে খুব একটা সফল হতে পারেনি ছবিটি ৷ তবে যে প্রশংসা কমলেশ্বর কুড়িয়েছিলেন তা অভূতপূর্ব ৷ বুধবার সেই স্মৃতিতেই ডুব দিলেন পরিচালক ৷ ঠিক এক দশক আগের একটি ছবি শেয়ার করলেন পরিচালক ৷ সেখানে তাঁকে বাংলা ছবির মেমসাহেব অপর্ণা সেনের সঙ্গে দেখা গিয়েছে ৷
দু'জনের কথপোকথনের ফাঁকেই ক্য়ামেরাবন্দি হয়েছে সুন্দর মুহূর্ত ৷ সেই ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, "2013 সালে মেঘে ঢাকা তারা তৈরির পরে ঋত্বিক ঘটককে নিয়ে রিনাদির সঙ্গে কথপোকথন ৷" এক দশক কেটে গিয়েছে ঋত্বিকের জীবন থেকে উঠে আসা এই ছবির ৷ সেখানে কমলেশ্বর তাঁর নীলকণ্ঠ হিসেবে বেছে নিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়কে। দুর্গা হয়েছিলেন অনন্য়া চট্টোপাধ্য়ায় ৷