পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srabanti-Jitu Action Movie: অ্যাকশন কমেডিতে জুটি বাঁধছেন জিতু-শ্রাবন্তী, প্রকাশ্যে প্রথম ঝলক - জিতু কমল

পরিচালক অংশুমান প্রত্যুষের অ্যাকশন-কমেডি ছবিতে জুটি বাঁধতে চলেছেন জিতু-শ্রাবন্তী ৷ সামনে এসেছে ছবির চরিত্রদের প্রথম ঝলক ৷

Etv Bharat
অ্যাকশন কমেডিতে জুটি বাঁধছেন জিতু-শ্রাবন্তী

By

Published : Apr 27, 2023, 7:42 PM IST

কলকাতা, 27 এপ্রিল: প্রথমবার অ্যাকশন কমেডি ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একইভাবে নতুন এক জুটিকে পেতে চলেছে টলিউড। প্রকাশ্যে এসেছে 'বাবুসোনা' ছবির চরিত্রের লুক। একের পর এক ভিন্ন স্বাদের ছবিতে কাজ করছেন অভিনেত্রী শ্রাবন্তী। তবে এই ছবিতে শ্রাবন্তীর চরিত্র চেনা পরিধির। 'অপরাজিত'-খ্যাত জিতু কমলের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। ছবির নাম 'বাবুসোনা'। জানা গিয়েছে, পুরোপুরি অ্যাকশন-কমেডিতে ভরপুর হতে চলেছে এই ছবি। পরিচালনার দায়িত্বে অংশুমান প্রত্যুষ। প্রযোজক অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা ৷

জানা গিয়েছে, ছবিতে 'বাবু' নামের একজন কিডন্যাপারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা জিতু কমল। অন্যদিকে, নিজের কুকীর্তি ঢাকতে একটি আইটি কোম্পানিও চালায় সে ৷ আবার সোনা নামের চরিত্রে পর্দায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। 'সোনা' আবার পেশায় চোর ৷ কিন্তু নিজের পরিচয় দেন একজন পুলিশ হিসাবে। ঘটনাচক্রে লন্ডনে একটি শিশু অপহরণ ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন দুজনে।

এরপর ? ছবির নায়ক-নায়িকা এক হয় ৷ চলে মন দেওয়া-নেওয়া ও জীবনের খেলা ৷ তবে কীভাবে একজন কিডন্যাপার ও একজন চোর কীভাবে ছবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেটা ছবি মুক্তির পরেই জানা যাবে ৷ আপাতত ছবির লুকে মজেছেন অনুরাগীরা ৷ 'বাবুসোনা' ছবিতে অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল সরকার, আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায়, বিলাস দে, অত্রি ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে। ক'দিন আগেই এই ছবির শুটিংয়ের কাজে লন্ডন যাচ্ছেন বলে ইটিভি ভারতকে জানিয়েছিলেন আলেকজান্দ্রা। তিনি অংশুমান প্রত্যুষের-এর আরও এক ছবি 'ওগো বিদেশিনী'তেও অভিনয় করেছেন। সেই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন অঙ্কুশ হাজরার সঙ্গে।

আরও পড়ুন: একে অপরের নতুন লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রণজয় ও শ্যামৌপ্তি

পরিচালক অংশুমান প্রত্যুষ ছবি নিয়ে বলেন, "এটি পুরোপুরি কমার্শিয়াল ছবি। যার মধ্যে থাকছে প্রচুর মশলা ডায়লগ ৷ সবকিছু মিলিয়ে এই ছবি দর্শকদের অ্যাকশন ও কমেডি, দু'টোর আনন্দই দিতে পারবে ৷ " পাশাপাশি নতুন জুটি হিসাবে জিতু কমল ও শ্রাবন্তী-কেও পছন্দ করবে দর্শক, জানিয়েছেন পরিচালক ৷

ABOUT THE AUTHOR

...view details