কলকাতা, 9 অগস্ট: 'আউট অ্যান্ড আউট কমার্শিয়াল' ছবি বলতে যা বোঝায় তা থেকে বাংলার বেশিরভাগ অভিনেতাই যেন একটু দূরে সরে এসেছেন ৷ ছবির মধ্যে দিয়ে লুকোনো বার্তা পৌঁছে দেওয়ার চাহিদাই বেশি হয়ে গিয়েছে অনেক ছবির ক্ষেত্রে ৷ এক্ষেত্রে জিতের বিশ্বাস কিছুটা আলাদা ৷ তাঁর ছবির মূলে এখনও রয়েছে বিনোদন ৷ যদিও 'অসুর' কিংবা 'অভিমান'-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ কিন্তু ছবির বাণিজ্যিক দিকটা কখনও ভোলেননি অভিনেতা ৷ জিতের নাম বললেই যে সমস্ত ছবিগুলির কথা মনে পড়ে তার মধ্যে রয়েছে 'সাথী', 'চ্যাম্পিয়ান','বস' এবং 'প্যান্থার' ৷ বুধবার বড় মাইলস্টোন ছুঁল 'বস' এবং 'প্যান্থার' ৷
2013 সালে মুক্তি পাওয়া 'বস: বর্ন টু রুল' আজ পা দিল 10 বছরে ৷ এক দশক আগের এই ছবি আজও জিৎ অনুরাগীদের স্মৃতিতে অমলিন ৷ ছবিটির পরিচালনা করেছিলেন বাবা যাদব ৷ তেলেগু ছবি 'বিজনেসম্যান'-এর অফিসিয়াল রিমেক এই ছবিটি ৷ জিতের সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী থেকে শুরু করে চিরঞ্জিৎ ৷