পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Iman Vellani: মন্নতের সামনে 'মার্ভেল' ছবির কমলা খান, শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা সুপারস্টার নায়িকার - Marvel Creators Wish SRK A Very Happy Birthday

জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা জানালেন 'মার্ভেল' নির্মাতারা ৷ সোশাল মিডিয়া পোস্টে কমলা খান চরিত্রের জন্য খ্যাত অভিনেত্রী ইমন ভেল্লান্নিকে শাহরুখের মন্নতের সামনে দাঁড়ানো ছবি ৷

Iman Vellani
শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা সুপারস্টার নায়িকার

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 7:23 PM IST

মুম্বই, 2 নভেম্বর: শাহরুখ খান মূলত পরিচিত 'বলিউডের বাদশা' রূপেই ৷ বৃহস্পতিবার 57টি বসন্ত পার 58 বছরে পা দিলেন কিং ৷ বলিউড তো বটেই এসআরকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর দেশ বিদেশের সমস্ত ফ্যানেরাই ৷ শুধু আমজনতা নয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যেও তাঁর জনপ্রিয়তা কম নয় মোটেই বলিউডের রোম্যান্টিক কিং-এর ৷ তাঁকে শুভেচ্ছা জানানো হল 'মার্ভেল' নির্মাতাদের পক্ষ থেকে ৷

নির্মাতারা এদিন তাঁদের ফেসবুক পেজে যে ছবিটি শেয়ার করেছেন সেখানে কমলা খান চরিত্রের জন্য খ্যাত অভিনেত্রী ইমন ভেল্লান্নিকে দেখা গিয়েছে কিং খানের বাড়ির সামনে ৷ জন্মদিনে কিং খানের মন্নতের সামনে অনুরাগীর ভিড় কোনও নতুন বিষয় নয় ৷ প্রতিবারই হাজার হাজার অনুরাগী এসে জড়ো হন কিং খানকে একবার দেখার জন্য ৷ আর এবার তাঁর বাড়ির সামনে দেখা যাবে মার্ভেল ছবির এই বিখ্যাত অভিনেত্রীকে ৷

ছবিটি পোস্ট করে 'মার্ভেল' নির্মাতারা লেখেন, "অন্য কোনও ভুবনে সবচেয়ে বড় সুপারস্টারকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর সুপারফ্যান ৷ শাহরুখ খানকে জন্মদিনের শুভেচ্ছা ৷" এই পোস্ট এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ এর আগেও মন্নতের সমানে দিয়ে যাওয়ার সময় সেই ভিডিয়ো পোস্ট করতে দেখা গিয়েছে আয়ুষ্মান খুরানার মতো অভিনেতাদের ৷

আরও পড়ুন:বাদশাকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, বার্তা বলি টলি তারকাদেরও

অভিনয়ের কথা বলতে গেলে শাহরুখকে আগামীতে দেখা যাবে 'ডানকি' ছবিতে ৷ অভিনেতার জন্মদিনে মুক্তি পেল ছবির টিজারও ৷ ছবিতে অভিনেতাকে দেখা যাবে একজন অভিবাসীর চরিত্রে ৷ শাহরুখের লুকটিও বেশ অন্যরকম ৷ তাঁর এই ছবি কেমন হবে সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে ৷ এর আগের দু'টি ছবির বিপুল সাফল্যের পর অনুরাগীদের আশা এই ছবিও সফল হবে বক্স অফিসে ৷

আরও পড়ুন:ঘরে ফেরার গান ! সাধারণ অনুপ্রবেশকারীদের অসাধারণ গল্প বলবে 'ডাঙ্কি'

ABOUT THE AUTHOR

...view details