মুম্বই, 8 জুন: পাভেল গুলাটির সঙ্গে এবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন রাকুলপ্রীত সিং ৷ বৃহস্পতিবার মুক্তি পেল তাঁদের নতুন ওটিটি প্রজেক্ট 'আই লাভ ইউ'-এর ট্রেলার ৷ ছবির গল্প সম্পর্কে খুব বেশি ধারণা ট্রেলার থেকে মেলেনি ৷ তবে যেটুকু বোঝা যায় তাতে এই ছবি শুধু রোম্যান্টিক নয়, তার সঙ্গে পরতে পরতে রয়েছে রহস্য ৷ ওটিটিতে মুক্তি পেলেছে এই ছবি ৷ ছবিতে রাকুল, পাভেল ছাড়াও রয়েছেন আকাশ ওবেরয় এবং কিরণ কুমার ৷
'আই লাভ ইউ' ছবির কেন্দ্রে রয়েছে সত্য় প্রভাকর নামের এক মহিলা ৷ এই চরিত্রে অভিনয় করতে চলেছেন রাকুলপ্রীত সিং ৷ সত্য এক স্বাধীনচেতা মহিলা যে মুম্বইয়ে থাকে কাজের সূত্রে ৷ পাভেলের চরিত্রটির সঙ্গে গড়ে ওঠে তার সম্পর্ক ৷ তার কাছে সে স্বপ্নের রাজকুমারের মতোই ৷ এই প্রেমিকের সঙ্গেই সে জীবনের বাকি দিনগুলি কাটাবে বলে ঠিক করে ৷ কিন্তু হঠাৎই এক ঝটকায় বদলে যায় সব সমীকরণ ৷ গল্পে ঢুকে পড়ে খুন, জখম আর অপহরণের মতো ঘটনা ৷
ছবি নিয়ে বলতে গিয়ে পাভেল বলেন, "নিখিল যখন আমায় ছবিটার কথা বলে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই ৷ ছবিটা আমাকে দু'ধরনের চরিত্রের জন্য শেড পরিবর্তন করতে সাহায্য় করে ৷ যা ভীষণ রোমাঞ্চকর ৷ আই লাভ ইউ একেবারে অন্য়রকম ৷ গল্পের গতি ভীষণ দ্রুত আবার একইসঙ্গে আবেগের কম্পনও রয়েছে ৷ গল্পের বর্ণনাটাও দারুণ উপভোগ্য ৷ দর্শক কবে এই ছবিটি দেখবেন তার জন্যই অপেক্ষা করে আছি ৷"
আরও পড়ুন:ফায়ার ক্র্যাকার, চকোলেট কেক...জমে গেল নীলের জন্মদিনের পার্টি; তদ্বির করলেন তৃণা
অন্য়দিকে রাকুলও এই ছবি নিয়ে একই রকম উৎসাহী ৷ তিনি বলেন, "আই লাভ ইউ এমন একটি ড্রামা যা আমি এর আগে যা কাজ করেছি তার থেকে একেবারে আলাদা ৷ কারণ এখানে যেমন রয়েছে প্রেম তেমনই রয়েছে প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতার কাহিনি ৷ এই গল্পে তিন ধরনের আবেগ একত্রিত হয়েছে ৷" ছবির পরিচালনা পরিচালক নিখিল মহাজন ৷ কাহিনিও লিখেছেন তিনিই ৷ আর প্রযোজনার দায়িত্বে রয়েছে এথেনা এবং ভারমিলিয়ন ওয়ার্ল্ড প্রোডাকশন ৷ 16 জুন জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি ৷