লস অ্যাঞ্জেলস, 14 মার্চ: অস্কারের মঞ্চে অ্যাওয়ার্ড (Oscar Award Ceremony 2023) থাকবে আর কন্ট্রোভার্সি থাকবে না তা কী করে হয় ! গত বছর উইল স্মিথের চড় কাণ্ডের পর এবারের 95তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে মনে করা হলেও দিনের শেষে দেখা গেল অস্কারজয়ী 'নাতু নাতু' গান নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কী সেই বিতর্ক ? আসলে অস্কারের মঞ্চেই লুকিয়ে ছিল বিতর্কের বীজ আর তা খুঁজে বার করেছেন অবশ্যই 'আরআরআর' (RRR) ফ্যানেরা ৷ আমেরিকান টেলিভিশনের সঞ্চালক জিমি কিমল (Jimmy Kimmel), অস্কারের মঞ্চে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরিচালক এস এস রাজামৌলির 'আরআরআর' ছবি-কে 'বলিউড'-র ছবি বলে উল্লেখ করেন (Host Jimmy Kimmel faces backlash) ৷ ব্যাস, এখান থেকেই বিতর্কের সূত্রপাত ৷ 'আরআরআর' ছবির অনুরাগীরা এতটুকু সময় নষ্ট না-করেই নেমে পড়েছেন টুইট যুদ্ধে ৷
একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "আরআরআর সাউথ ইন্ডিয়ান সিনেমা । তেলগু ছবি, বলিউড নয়, অস্কার অনুষ্ঠানে এমনটাই বলা উচিত ৷ " আবার একজন টুইটে বলেছেন, "নাতু নাতু গানকে বলিউডের গান বলা অপমানজনক, এটা তেলগু গান ৷" অপর এক নেটিজেনের মন্তব্য, "15 মিনিটও হয়নি আর জিমি কিমল আরআরআর ছবিকে বলিউড বলে উল্লেখ করেন, উফ !" ফলে সোশাল মিডিয়ায় (Social Media) ভারতীয় ছবির অস্কার জয় নিয়ে যতটা আনন্দ উচ্ছাস ব্যক্ত হয়েছে এখন ততটাই বলিউড বনাম টলিউড শুরু হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে ৷