কলকাতা, 28 ডিসেম্বর: জল্পনাই সত্যি হল ৷ নতুন বছরের শুরুতে নিউটাউনের ইকো পার্কে অরিজিৎ সিং-এর গানের অনুষ্ঠান (Arijit Singh Concert) বাতিল করে দিল প্রশাসন । হিডকোর (HIDCO) চেয়ারম্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, উদ্যোক্তারা প্রশাসনের অনুমতি না নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছিল ৷ ওই কনসার্ট অন্য কোনও স্থানে করার পরামর্শ দেওয়া হয়েছিল উদ্যোক্তাদের ৷ তবে এই ঘটনায় ফের সরগরম বঙ্গ রাজনীতি । কনসার্ট বাতিলের পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধীরা ৷ এই নিয়ে শাসকের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷
অনুষ্ঠান বাতিল করা প্রসঙ্গে বিজেপির একের পর এক নেতা সরব হয়েছেন । তাঁদের অভিযোগ, কলকাতা আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায়র সামনে 'রঙ দে তু মোহে গেরুয়া' গানটি গাওয়ার জন্যই অরিজিতের অনুষ্ঠানে কোপ পড়ল । যদিও হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিমের দাবি, ওই অনুষ্ঠানের উদ্যোক্তারা হিডকোর কাছে কোনও অনুমতি চাননি । তবে পুলিশের কাছে তাঁরা বলেছিলেন । সেই সময় উৎসবের আমেজ থাকায় ইকো পার্কে প্রচুর লোক সমাগম হয় । পাশাপশি জি 20 সম্মেলন চলবে । তাই পুলিশের তরফে বলা হয়েছিল, ইকো পার্কে না করে বিকল্প হিসেবে অ্যাকোয়াটিকা বা নিকো পার্কে অনুষ্ঠান করা হোক । এতে কোনও রাজনীতির বিষয় নেই বলে দাবি করেন ফিরহাদ । যদিও এই দাবি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ।