পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Hera Pheri 3 Shooting: শুরু হল 'হেরা ফেরি'র তৃতীয় কিস্তির শ্যুটিং, থাকছেন কি অক্ষয়?

মুম্বইয়ের এম্পায়ার স্টুডিয়োতে শুরু হয়ে গেল 'হেরা ফেরি' ছবির নতুন কিস্তির শ্যুটিং ৷ এই ছবিতে অক্ষয়কে দেখা যাবে কি না তা নিয়ে ছিল প্রশ্ন ৷ তবে এবার তাঁকে নিয়েই শুরু হল শ্যুটিং (Hera Pheri 3 Shoot Begins)৷

Etv Bharat
শুরু হয়ে গেল হেরা ফেরি ছবির নতুন কিস্তির শ্যুটিং

By

Published : Feb 21, 2023, 6:00 PM IST

মুম্বই, 21 ফেব্রুয়ারি:শুরু হয়ে গেল বলিউডের আইকনিক কমেডি 'হেরা ফেরি' ছবির তৃতীয় কিস্তির শ্যুটিং ৷ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই ছবির কাজ ৷ মুম্বইয়ের এম্পায়ার স্টুডিয়োতে ছবির শ্যুটিং শুরু হয়েছে (Hera Pheri 3 Shoot Begins)৷ ছবিটি কে পরিচালনা করছেন তা অবশ্য় জানা যায়নি ৷ তবে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ছবিতে অক্ষয় কুমার থাকবেন কি? সুনীল শেট্টি, পরেশ রাওয়ালের পাশাপাশি অক্ষয় থাকবেন কি না, অনুরাগীদের সবচেয়ে বেশি কৌতূহল ছিল তা নিয়েই ৷

গতবছর এই ছবির স্টারকাস্ট নিয়ে বিরাট শোরগোল সৃষ্টি হয় ৷ এমন খবরও সামনে আসে যে ছবি থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয় ৷ কারণ এই ছবির জন্য তিনি যে মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করছেন তা গ্রাহ্য হয়নি ৷ এরপর ভক্তরা দাবি করতে থাকেন অক্ষয়কে ফিরিয়ে আনার ৷ এমনকী এই নিয়ে সুনীল শেট্টিও মুখ খুলেছিলেন ৷ ফলে শেষমেষ গোটা বিষয়টি নিয়ে আবার চিন্তাভাবনা করার সিদ্ধান্ত নেন ছবির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ৷ এবার জানা গেল, হেরা ফেরি'র তৃতীয় কিস্তিতে থাকছেন 'খিলাড়ি' অক্ষয় ৷ খবর বলছে, ছবিটির আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন নির্মাতারা ৷

এই ছবি নিয়ে আরেকটি বড় প্রশ্ন ছিল যে, হেরা ফেরি-তে কি কার্তিক আরিয়ানের এন্ট্রি হতে চলেছে ? এও শোনা গিয়েছিল তাঁকে নাকি দেখা যাবে রাজুর চরিত্রে ৷ অর্থাৎ অক্ষয়ের বদলে অভিনয় করবেন কার্তিক ৷ ঠিক যেমন 'ভুল ভুলাইয়া 2' ছবির ক্ষেত্রে ঘটেছে ৷ সিরিজটি শুরু করেন অক্ষয় কিন্তু ছবির দ্বিতীয় পর্বে দেখা মেলে কার্তিকের ৷ অনেকেই ভেবেছিলেন এক্ষেত্রেও তেমনই ঘটবে ৷ তবে যেহেতু অক্ষয় ছবিতে রয়েছেন তাই অক্ষয়ের চরিত্রে কার্তিকের অভিনয়ের কোনও প্রশ্ন ওঠে না ৷

আরও পড়ুন:সেরা ছবি 'কাশ্মীর ফাইলস', দেখুন এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ীদের তালিকা

তবে কার্তিক কি এই ছবির অংশ হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে কয়েকদিন আগেই 'হ্যাঁ' সূচক মাথা নেড়েছিলেন পরেশ রাওয়াল ৷ তবে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে, তা অবশ্য় এখনও সঠিকভাবে জানা যায়নি ৷ সব মিলিয়ে হেরা ফেরি-র পরবর্তী নিয়ে এখনও যথেষ্ট প্রশ্ন রয়ে গিয়েছে ৷ তবে এবার অন্তত অনুরাগীদের আশ্বস্ত করে শুরু হল শ্য়ুটিংয়ের কাজ ৷

ABOUT THE AUTHOR

...view details