হায়দরাবাদ, 29 সেপ্টেম্বর:বিকাশ বহালের হাত ধরে আসতে চলেছে নতুন ছবি 'গনপথ' ৷ ছবিতে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন টাইগার শ্রফ, কৃতি স্য়ানন এবং অমিতাভ বচ্চন ৷ শুক্রবার মুক্তি পেল ছবিটির টিজার ৷ বিকাশ বহাল এর আগে উপহার দিয়েছিলেন 'সুপার 30', 'কুইন', 'গুডবাই'-এর মতো একাধিক ছবি ৷ তাই তাঁর কাছ থেকে এবারও নতুন ধরনের কোনও কাজই আশা করছিলেন অনুরাগীরা ৷ তবে 'গনপথ' পুরোদস্তুর একটি অ্যাকশন ছবি ৷ ছবির টিজারেও মিলল তারই আভাস ৷
গনপথ এখানে ধরা দেবেন একজন নায়ক রূপে ৷ নির্মাতারা ছবিতে তুলে ধরতে চলেছেন 2070 সালের কাহিনি ৷ অর্থাৎ আশ্রয় নিতে হয়েছে কল্পবিজ্ঞানের ৷ ছবিতে দেখানো পৃথিবীর বুকে ইতিমধ্যেই বহু পরিবর্তন ঘটে গিয়েছে ৷ এখন পৃথিবী নিরাশায় ভরপুর ৷ সেখানে ক্ষমার কোনও অস্তিত্ব নেই ৷ এখন ঘুরে বেড়ায় বড় বড় মহাকাশযান ৷ চারিদিক ভরে গিয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে ৷ ঘুরে বেড়াচ্ছে হিউম্যানয়েড পুলিশ ৷