পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Matthew Perry Dies: ফ্রেন্ডস খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির ডুবন্ত দেহ উদ্ধার তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে - ম্যাথিউ পেরি

Matthew Perry Found Dead: লস অ্যাঞ্জেলেস টাইমস এবং সেলিব্রিটি ওয়েবসাইট টিএমজেড নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের থেকে পাওয়া খবরে জানিয়েছে যে, এমি-মনোনীত অভিনেতা ম্যাথিউ পেরির দেহ ডুবন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে ৷ তাঁর বয়স হয়েছিল 54 বছর ৷

Matthew Perry Dies
ম্যাথিউ পেরির ডুবন্ত দেহ উদ্ধার

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 3:01 PM IST

লস অ্যাঞ্জেলেস, 29 অক্টোবর: প্রয়াত হলেন ম্যাথিউ পেরি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 54 বছর ৷ সুপারহিট সিরিজ ফ্রেন্ডসে তাঁর চ্যান্ডলার বিং চরিত্রটি বিশেষ জনপ্রিয় হয়েছিল ৷ এমি-মনোনীত অভিনেতার দেহ শনিবার তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ডুবন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ৷ সবার প্রথমে এই খবরটি জানায় লস অ্যাঞ্জেলেস টাইমস এবং সেলিব্রিটি ওয়েবসাইট টিএমজেড ৷ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের থেকে এরা উভয়েই খবরটি নিশ্চিত করে ৷

অভিনেতার প্রচারক এবং অন্যান্য প্রতিনিধিরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি । পেরির বাড়ির ঠিকানার কথা জানিয়ে এ সম্পর্কে পুলিশের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল এপি ৷ এলএপিডি অফিসার ড্রেক ম্যাডিসন দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে, অফিসাররা সেখানে গিয়েছিলেন এক পুরুষের মৃত্যুর তদন্তের জন্য, যাঁর বয়স 50-এর কোঠায় ৷

ফ্রেন্ডস-এ পেরির 10টি সিজন তাঁকে হলিউডের সবচেয়ে স্বীকৃত অভিনেতাদের মধ্যে অন্যতম করে তোলে ৷ ওই সিরিজে জেনিফার অ্যানিস্টন, কোর্টেনি কক্স, ম্যাট লেব্ল্যাঙ্ক, লিসা কুড্রো এবং ডেভিড সুইমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি ৷ তাঁরা সবাই নিউইয়র্কের একটি বন্ধুদের দল । চ্যান্ডলার হিসাবে, লেব্ল্যাঙ্ক ও সুইমার অভিনীত যথাক্রমে জোয়ি এবং রসের ব্যঙ্গাত্মক অথচ ইনসিকিওর ও স্নায়বিক রুমমেটের চরিত্রে অভিনয় করেছিলেন পেরি ৷

সিরিজের শেষের দিকে চ্যান্ডলার কক্সেস মনিকাকে বিয়ে করেন এবং তাঁদের একটি পরিবার হয় ৷ অবিবাহিত নিউ ইয়র্কবাসী থেকে বিবাহিত এবং পরিবার শুরুর সফরকে প্রতিফলিত করে এই চরিত্রগুলি ৷ সিরিজটি টেলিভিশনের সবচেয়ে বড় হিটগুলির মধ্যে অন্যতম ছিল এবং সাম্প্রতিক সময়ে স্ট্রিমিং পরিষেবাগুলিতে তরুণ ভক্তদের কাছে আশ্চর্যজনক জনপ্রিয়তা পেয়েছে এই সিরিজ ৷

আরও পড়ুন:দ্বিতীয় দিনেও বক্সঅফিসে উড়ল না কঙ্গনার 'তেজস'

সিরিজটি 1994 থেকে 2004 পর্যন্ত চলে । 2021 সালে একটি পুনর্মিলন স্পেশাল হোস্ট করেছিলেন জেমস কর্ডেন ৷ সেই সময় সিরিজের অভিনেতা-অভিনেত্রীদের আবার একসঙ্গে দেখতে পাওয়ার প্রচুর আগ্রহ দেখা দেয় দর্শকদের মধ্যে ৷ যদিও এইচবিও ম্যাক্স রিইউনিয়নে অভিনেতারা শো নিয়ে আলোচনা করেন ৷ তাঁদের চরিত্রগুলির গল্পের ধারাবাহিকতা আর এগিয়ে নিয়ে যায়নি ৷

পেরি তাঁর বন্ধুদের ভূমিকার জন্য এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন এবং ওয়েস্ট উইং-এর সহযোগী হোয়াইট হাউস কাউন্সেল হিসাবে উপস্থিতির জন্য আরও দুটি মনোনয়ন পান তিনি । এছাড়াও বেশকয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পেরি ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল রম-কম ফুলস রাশ ইন-এ সালমা হায়েকের বিপরীতে এবং ক্রাইম কমেডি দ্য হোল নাইন ইয়ার্ডসে ব্রুস উইলিসের বিপরীতে তাঁর অভিনয় ৷

আরও পড়ুন:উইকএন্ড কা বার-এ সলমনের তোপের মুখে ভিকি-অভিষেক-অঙ্কিতা, সাপোর্ট পেলেন মান্নারা

ABOUT THE AUTHOR

...view details