কলকাতা, 21 জুন:রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জোর দিয়ে বলেছিলেন, তাঁর সাহিত্য বা কবিতা থাকবে কি না, তা তিনি জানেন না তবে থেকে যাবে তাঁর কিছু গান ৷ তাঁর সেই ভবিষ্যদ্বাণী যে কতখানি সত্য়ি এই নিয়ে আজ আর কোনও সন্দেহ নেই ৷ 'পুরানো সেই দিনের কথা' আপাতত সরিয়ে রেখে যদি আধুনিক গানের দিকেও তাকানো যায় তাহলেও যেমন বাংলায় রয়েছেন অখিল বন্ধু ঘোষ, শচীন দেব বর্মণ, রাহুল দেব বর্মণরা তেমনই রয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্য়ায়, সন্ধ্যা মুখোপাধ্য়ায়, হৈমন্তী শুক্লা, কিশোর কুমার, কুমার শানুর মতো বহু বহু নাম ৷ রয়েছেন আশা ভোঁসলে, লতা মঙ্গেশকররাও ৷ তাই বিশ্ব সঙ্গীত দিবসে কিছু প্রিয় গানের তালিকা করতে বসলে কেউ কেউ তো বাদ পড়ে যাবেন এটাই স্বাভাবিক ৷
তবে কোনও বিতর্কে না গিয়ে ভালো লাগার কিছু বাংলা গান এক জায়গায় করলাম আমরা ৷ তালিকায় রইলেন হেমন্ত মুখোপাধ্য়ায়, মান্না দে, মৌসুমি ভৌমিক, কবীর সুমন, অনুপম রায়ের মতো শিল্পীরা ৷
আমি ঝড়ের কাছে:হেমন্ত মুখোপাধ্য়ায়ের কথা বললেই মনে আসে অসংখ্য় গানের কথা ৷ 'আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা' থেকে 'একগোছা রজনীগন্ধা'র মতো গানগুলি গুনগুন করে বাজতে থাকতে থাকে মনে ৷ তবে 'আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা' কাছে এনে দেয় দুই কিংবদন্তিকে ৷ একজন সলিল চৌধুরী আর অন্য়জন হলেন হেমন্ত মুখোপাধ্য়ায় ৷ আর সেই কারণেই এই গান জায়াগা করে নেয় যে কোনও ভালোবাসার প্লে লিস্টে ৷
কফি হাউসের সেই আড্ডা:সুরকার সুপর্ণকান্তি ঘোষ (সুরকার নচিকেতা ঘোষের পুত্র) আর গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদারের এই গানের আজও জুড়ি মেলা ভার ৷ মান্না দের কণ্ঠে 'কফিহাউসের সেই আড্ডা' না-শুনলে আজও বিফল বাঙালির যে কোনও রিইউনিয়ন ৷ বাঙালি তো শুরু থেকেই নস্টালজিয়া প্রিয় জাতি ৷ আর তার খোরাকই রয়েছে এই গানে ৷
পৃথিবীটা নাকি ছোট হতে হতে:বাংলা গানের তথাকথিত স্বর্ণযুগে দাঁড়িয়ে সকলেই যখন হেমন্ত-মান্না-শ্যামলময় হয়ে রয়েছে তখন একেবারে অন্য়রকমের গান গাওয়ার সাহস নিয়ে জন্ম হয় 'মহীনের ঘোড়াগুলি'র ৷ উসকো খুসকো চুল, ঠোঁটে সিগারেট, হাতে গিটার আর গলায় বাংলা গান ৷ বাঙালির এই লুকটাকে জনপ্রিয় করেছিলেন গৌতম চট্টোপাধ্য়ায় ৷ যদিও শুরুতে খুব সাফল্য আসেনি ৷ তবে থেকে গিয়েছে কাজগুলো ৷ আজ বাংলা গানের ইতিহাসে মাইলফলক হয়ে আছে 'পৃথিবীটা নাকি' ৷