পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nachiketa Exclusive: জীবনের উপলব্ধির গল্পে প্রথম ফিল্ম, মুক্তির আগে মুখোমুখি সকন্যা নচিকেতা

নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) লেখা দুটি গল্প দিয়ে তৈরি হল বাংলা ছবি "আজকের শর্টকাট"। শুক্রবার তা মুক্তি পাওয়ার আগে (Nachiketa Exclusive) এই ছবি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি শিল্পী ও তাঁর কন্যা ধানসিড়ি (Dhansiri Chakraborty)৷

exclusive-interview-of-nachiketa-chakraborty-and-his-daughter-dhansiri
জীবনের উপলব্ধির গল্পে প্রথম ফিল্ম, মুক্তির আগে মুখোমুখি সকন্যা নচিকেতা

By

Published : Sep 16, 2022, 5:41 PM IST

Updated : Sep 16, 2022, 5:56 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর:নচিকেতা চক্রবর্তীর (Nachiketa Chakraborty) লেখা দুটি গল্প শর্টকাট এবং অভিযোজন নিয়ে প্রথম বাংলা ছবি নির্মিত হল (Nachiketa Exclusive)। ছবিটির নাম "আজকের শর্টকাট"। নির্মাণ করেছেন সুবীর মণ্ডল । শুক্রবার এই ছবি বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি হল । ছবিতে গল্প লেখা ছাড়াও নচিকেতা সঙ্গীত পরিচালনা করেছেন । নচিকেতার মেয়ে ধানসিড়ি (Dhansiri Chakraborty) বাবার সঙ্গেই এই ছবিতে গান গেয়েছেন । রিলিজের আগে ইটিভি ভারতের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন বাবা ও মেয়ে ।

দেওয়ালময় নচিকেতার সঙ্গীত জীবনের 29 বছরে প্রাপ্তি - প্লাটিনাম ডিস্ক, গোল্ড ডিস্ক । লক্ষ, হাজার ক্যাসেট বিক্রির পর যে সম্মান অর্জন করেছিলেন শিল্পী । কার্যত সময়ই যেন থমকে আছে বেলগাছিয়া দত্তবাগান মিল্ক কলোনির পাশে শালবনি অ্যাপার্টমেন্টের এই 13 তলার উপরের আবাসনে । সেখানেই ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় নচিকেতা ও তাঁর উত্তরসূরি । জানালেন, ফিল্মের এই গল্প তাঁরই নিজেরই জীবন দেখা । চরিত্র গুলো তাঁর গানের অনির্বাণ, পাগলা জগাইদের মতই জীবন্ত । কথায় কথায় জানালেন, এই সিনেমার মূল চরিত্র বিশু আসলে যেন তাঁরই এক রূপ ।

নচিকেতার গল্পে লেখা ছবি

20 বছর আগে লেখা হয়েছিল এই গল্প । কিন্তু আজও সেই সমস্যা জ্বলন্ত । তাই আজকের দিনেও বেকার সমস্যায় ভোগা একটি ছেলে নিজের সঙ্গে মেলাতে পারবে এই গল্পকে । এই গল্পে একটি বিপজ্জনক পেশাকে তুলে ধরা হয়েছে । কী সেই পেশা, তা জানতে ছবিটা দেখতেই হবে ।

মুখোমুখি সকন্যা নচিকেতা

আরও পড়ুন:"সে প্রথম প্রেম আমার নচিকেতা !", জন্মদিনে ফিরে দেখা হার না মানা গায়ককে

নচিকেতা-কন্যা ধানসিড়ি জানালেন, বহুবার এই গল্পগুলি পড়া তাঁর । বিভিন্ন বয়সে বিভিন্ন উপলব্ধি হয়েছে গল্পগুলোর । ধানসিড়ির মতে, এই গল্পগুলি নিয়ে বানানো ছবি আজকের দিনে খুব প্রাসঙ্গিক । ধানসিড়ি একটি গানও গেয়েছেন এই ছবিতে, বাবার সঙ্গে । সেই গানটি ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন তিনি ।

Last Updated : Sep 16, 2022, 5:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details