হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: ''হারকর জিতনে বালো কো বাজিগর কহেতে হ্যায়'' ৷ ছবির এই সংলাপ যে বলিউড বাদশার জীবনে কতটা প্রযোজ্য, তা তার বিগত কয়েক বছরের ফিল্মি কেরিয়ার দেখলেই ধারনা করা যায় ৷ জিরো থেকে হিরো হয়ে ওঠার যে কামব্যাক পাঠান দেখিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিং খান বলতেই পারেন, "আভি তো ম্যায় জওয়ান হু ৷" আর তাই তো বলিউডের স্পিলবার্গ তথা পরিচালক এসএস রাজামৌলির মুখেও শাহরুখ বন্দনা ৷ সেই সুযোগে ছক্কা হাকালেন বাদশাও ৷ হাসতে হাসতেই জানিয়ে দিলেন এবার রাজামৌলির 'মাস হিরো' হতে চান কিং খান ৷
মুক্তির দিনেই অ্যাটলি পরিচালিত 'জওয়ান' বক্সঅফিসে ইতিহাস তৈরি করেছে ৷ গ্লোবালি এই ছবির ঝুলিতে এসে গিয়েছে 129.6 কোটি টাকা ৷ ভারতীয় সিনেমায় প্রথমদিনে এই ধরনের কালেকশন আর কোনও ছবি করতে পারেনি ৷ ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি ও ইউকে-তেও এই ছবি ব্যবসা অসাধারণ ৷
ছবির সাফল্য দেখে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ লেখেন, "এই কারণেই শাহরুখ খানকে বক্সঅফিসের বাদশা বলা হয় ৷ উফফ ! কী দুর্দান্ত ওপেনিং ৷ অভিনন্দন পরিচালক অ্যাটলিকে ৷ ছবির আরও সাফল্য আসুক ৷ অভিনন্দন জওয়ান ছবির পুরো টিমকে ৷"