পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শুটিং লোকেশনের খোঁজে দেব, কয়লাখনিতে টিম 'খাদান' - খাদান

Dev New Movie: নতুন ছবির লোকেশন খুঁজতে কয়লা খনিতে পৌঁছে যান অভিনেতা-সাংসদ দেব ৷ শুরু হবে 'খাদান' ছবির শুটিং ৷ তার আগে ছবির টিমকে সঙ্গে নিয়ে এশিয়ার বড় কয়লাখনি ঘুরে দেখলেন অভিনেতা ৷

Etv Bharat
শুটিং লোকেশনের খোঁজে কয়লাখনিতে দেব

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 3:31 PM IST

কয়লাখনিতে 'খাদান' টিম

দুর্গাপুর, 18 জানুয়ারি: গত বছর ক্রিসমাস আবহে প্রেক্ষাগৃহে দর্শকদের মন কেড়েছে দেবের 'প্রধান' ৷ এবার নতুন কাজে হাত দিলেন দেব ৷ খাদান ছবির শুটিং স্পট খুঁজতে খোদ পৌঁছে গেলেন এশিয়ার বৃহত্তম কোল মাইনসে ৷ সেই ছবিও শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে গিয়ে তিনি কোথায় গেলেন, কী করলেন; উঠে এল ইটিভি ভারতের ক্যামেরায় ৷

মুখে একগাল দাড়ি, চোখে সানগ্লাস আর প্রবল শৈত্যপ্রবাহ থেকে বাঁচতে পরনে হলুদ রঙের মোটা জ্যাকেট ৷ এই বেশেই পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি এলাকায় খোলা মুখ খনির পাশে শুটিংয়ের লোকেশন দেখতে এলেন বাংলা সিনেমার 'টনিক' ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন টিমের অনেকেই ৷ কুয়াশাচ্ছন্ন শোনপুর বাজারি খোলামুখ খনি অঞ্চলের পাশে ছবির শুটিং নিয়ে নানা আলোচনাও করতে দেখা যায় অভিনেতা দেবকে ৷ সেখানকার বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা ৷ পোস্টে লেখেন, "খাদানে, খাদান ছবির জন্য ৷ এশিয়ার সবথেকে বড় কয়লাখনির ভিতরে ৷"

পাণ্ডবেশ্বর থানার অফিসার ইনচার্জ রাহুল সঙ্গে দেব

রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কনফিল্ড লিমিটেডের শোনপুর বাজারি একটি বৃহত্তম কয়লাখনি। বেশ কয়েক বছর ধরে এই কয়লা খনির সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ছবি খাদান-এর জন্য কয়লা খনি অঞ্চলের শুটিং লোকেশনের খোঁজে বেরিয়ে দেব শোনপুর বাজারি এলাকায় আসেন। জায়গাটি তাঁর বেশ পছন্দ হয়েছে বলেও জানা যায়। দেবের এই ঝটিকা সফরেও পুলিশের আঁটসাট নিরাপত্তা দেখা যায়। পাণ্ডবেশ্বর থানার অফিসার ইনচার্জ রাহুল দেব মণ্ডল নিজে উপস্থিত ছিলেন। শুধু তাই নয় রাহুল বাবুকেও দেখা যায় দেবের সঙ্গে ছবি তুলতে। উৎসুক বেশ কিছু মানুষও সেলফি তোলেন দেবের সঙ্গে ৷

দেব সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবি

নতুন ধারার গল্প নিয়ে বরাবরাই দর্শকদের চমকে দিচ্ছেন অভিনেতা দেব ৷ 'টনিক', 'প্রধান', 'কাছের মানুষ', 'প্রজাপতি'র মতো অন্য ঘরানার মন কাড়া গল্প সিনেপর্দায় উপহার দিয়েছেন অভিনেতা ৷ সামাজিক নানা ইস্যুকে গল্পের ছলে পৌঁছে দিয়েছেন দর্শক মহলে ৷ এবার তাঁর ছবি 'খাদান'-এ কোন গল্প ধরা পড়ে, সেটাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details