হায়দরাবাদ, 19 ডিসেম্বর:বিদ্যুৎ জামওয়ালের শেষ ছবি 'আইবি 71' নিয়ে চর্চা ছিল তুঙ্গে ৷ তবে সেরকমভাবে নজর কাড়তে পারেননি এই অ্যাকশন হিরো ৷ যার জেরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি ৷ এবার আরও একটি অ্যাকশন এন্টারটেইনার নিয়ে হাজির বিদ্যুৎ ৷ বলিউডে এখন অ্যাকশন ছবির জমানা ৷ 'পাঠান', 'জওয়ান', 'অ্যানিম্যাল'-এর মতো ছবিগুলির সাফল্যে উৎসাহিত পরিচালকরাও ৷ এবার সামনে এল আরও একটি অ্যাকশন ভরপুর ছবির টিজার ৷ নাম 'ক্র্যাক জিতেগা তো জিয়েগা' ৷
নির্মাতাদের দাবি, দর্শকের স্নায়বিক উত্তেজনা তুঙ্গে উঠবে ছবির বিভিন্ন স্টান্ট দেখে ৷ স্কিয়িং থেকে স্কুবা ডাইভিং সমস্ত কিছুই রয়েছে এই ছবিতে ৷ বিদ্যুতের সংলাপেই রয়েছে তার প্রমাণ ৷ টিজারে তাঁর কণ্ঠে শোনা যায়, "জিন্দেগী তো... সবকে সাথিচ খেলতি হ্য়ায় ৷ লেকিং আসলি প্লেয়ার তো ওইচ হ্যায় যো জিন্দেগী কে সাথ খেলে (জীবন তো সবার সঙ্গেই খেলা করে কিন্তু আসল খেলোয়াড় তো সে যে জীবনের সঙ্গে খেলে)৷" বোঝাই যায় দর্শকের মন জয় করতে পুরোনো ফর্মুলাতেই ভরসা রাখছেন নির্মাতারা ৷ ফর্মুলা অতি সহজ তুখোড় সংলাপ, জবরদস্ত অ্যাকশন আর সঙ্গে প্রেমের গরম মশলা ৷ রান্নাও সুপারহিট আর ছবিও ৷