হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর:16 সেপ্টেম্বর ছিল নিক জোনাসের জন্মদিন ৷ এই বিশেষ দিনে হাবিকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানালেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিককে তাঁর জীবনের 'সর্বশ্রেষ্ঠ আনন্দ' হিসাবে ঘোষণা করেছেন । মন ছুঁয়ে যাওয়া বার্তায় নিকের সঙ্গে তাঁর বেশ কয়েকটি সুন্দর মুহূর্তের ছবিও পোস্ট করেন প্রিয়াঙ্কা ৷ বাদ যায়নি তাঁদের কন্যা মালতী মারির ছবিও ৷
প্রিয়াঙ্কা যে ছবিগুলি শেয়ার করেছেন তার প্রথমটিতে দেখা যাচ্ছে যে, তিনি নিকের গালে আবেগঘন চুম্বন এঁকে দিচ্ছেন ৷ তার পরবর্তী ছবিগুলিও তাঁদের ভালোবাসার উষ্ণতা প্রকাশ করে ৷ নিক গলফ খেলতে ভালোবাসেন ৷ একটি ছবিতে তাঁকে সেই প্যাশনের প্রতি মগ্ন থাকতে দেখা গিয়েছে ৷ প্রিয়াঙ্কার অপর ছবি গলফের কোর্সে তাঁদের আনন্দময় মুহূর্ত তুলে ধরেছে ৷
সিরিজের সবচেয়ে মিষ্টি ছবিতে দেখা যাচ্ছে যে, নিক জোনাস তাদের মেয়ে মালতী মারিকে আদর করে খাইয়ে দিচ্ছেন ৷ এই সুন্দর ছবিগুলির সঙ্গে প্রিয়াঙ্কা নিককে জন্মদিনে একটি হৃদয়স্পর্শী বার্তাও লিখেছেন ।