পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Priyanka's Birthday post for Nick: নিকের জন্মদিনে প্রেমের উষ্ণতায় ভরা একাধিক ছবিতে মন ছোঁয়া পোস্ট প্রিয়াঙ্কার - প্রিয়াঙ্কা চোপড়া

Priyanka Chopra Birthday post for Nick Jonas: প্রিয়াঙ্কা চোপড়া তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ নিক জোনাসের জন্মদিনে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করে হাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ৷ তাঁদের ভালোবাসার উষ্ণতায় ভরা বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছে সোশাল মিডিয়ায় ৷

Priyanka's Birthday post for Nick
নিকের জন্মদিনে মন ছোঁয়া পোস্ট প্রিয়াঙ্কার

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 12:03 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর:16 সেপ্টেম্বর ছিল নিক জোনাসের জন্মদিন ৷ এই বিশেষ দিনে হাবিকে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানালেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নিককে তাঁর জীবনের 'সর্বশ্রেষ্ঠ আনন্দ' হিসাবে ঘোষণা করেছেন । মন ছুঁয়ে যাওয়া বার্তায় নিকের সঙ্গে তাঁর বেশ কয়েকটি সুন্দর মুহূর্তের ছবিও পোস্ট করেন প্রিয়াঙ্কা ৷ বাদ যায়নি তাঁদের কন্যা মালতী মারির ছবিও ৷

প্রিয়াঙ্কা যে ছবিগুলি শেয়ার করেছেন তার প্রথমটিতে দেখা যাচ্ছে যে, তিনি নিকের গালে আবেগঘন চুম্বন এঁকে দিচ্ছেন ৷ তার পরবর্তী ছবিগুলিও তাঁদের ভালোবাসার উষ্ণতা প্রকাশ করে ৷ নিক গলফ খেলতে ভালোবাসেন ৷ একটি ছবিতে তাঁকে সেই প্যাশনের প্রতি মগ্ন থাকতে দেখা গিয়েছে ৷ প্রিয়াঙ্কার অপর ছবি গলফের কোর্সে তাঁদের আনন্দময় মুহূর্ত তুলে ধরেছে ৷

সিরিজের সবচেয়ে মিষ্টি ছবিতে দেখা যাচ্ছে যে, নিক জোনাস তাদের মেয়ে মালতী মারিকে আদর করে খাইয়ে দিচ্ছেন ৷ এই সুন্দর ছবিগুলির সঙ্গে প্রিয়াঙ্কা নিককে জন্মদিনে একটি হৃদয়স্পর্শী বার্তাও লিখেছেন ।

আরও পড়ুন:পাপারাৎজিদের উপর চটলেন পরিণীতি, ভাইরাল অভিনেত্রীর মন্তব্য

তাঁর কথায়, "তোমাকে উদযাপন করা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ । তুমি আমাকে এমনভাবে এই পথে এগিয়ে দিয়েছো যা আমি জানতামই না যে তা সম্ভব ছিল, আমাকে এমন শান্তি দিয়েছো যা আমি জানতামই না ৷ এবং এমন ভাবে ভালোবেসেছো যা শুধুমাত্র তুমিই পারো । আই লাভ ইউ, মাই বার্থ ডে গাই! আমি আশা করি তোমার সব স্বপ্ন সবসময় সত্যি হবে...শুভ জন্মদিন বেবি নিক জোনাস ।"

প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস 2018 সালে যোধপুরের উমেদ ভবন প্রাসাদে খ্রিস্টান এবং হিন্দু উভয় অনুষ্ঠানের মাধ্যমে জমকালো ভাবে গাঁটছড়া বাঁধেন । উৎসব সেখানেই শেষ হয়নি, কারণ তাঁরা পরে দিল্লি এবং মুম্বইতে দুটি বিশাল রিসেপশনের আয়োজন করেছিলেন । 2022 সালের জানুয়ারিতে এই দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা মালতী মারির আগমনের কথা ঘোষণা করেন ৷

ABOUT THE AUTHOR

...view details