মুম্বই, 4 অক্টোবর: মহানবমীর দিনে রণালিয়া ভক্তদের জন্য় একটি দারুণ সুখবর দিলেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায় ৷ বক্স অফিসে দৌড় এখনও অব্যাহত রেখেছে তাঁর নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা' ৷ মঙ্গলবার টুইটে ভক্তদের এই খবর দিয়েছেন অয়ন ৷ তিনি জানিয়েছেন, 25 দিনে বিশ্বব্যাপী 425 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷ যা বেশ ভালো রেকর্ড ৷
বলিউডে যেভাবে দর্শকের আকাল চলেছিল তাতে এই ছবির বিশ্বব্য়াপী আয় নিশ্চই আশা জোগাবে নির্মাতাদের (Brahmastra at Box Office)৷ অয়ন টুইটে সকলকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, "ধন্যবাদ, মহা নবমীর শুভেচ্ছা ৷" একইসঙ্গে একটি পোস্টারও শেয়ার করেছেন পরিচালক আর তাতেই জানানো হয়েছে রণালিয়ার ব্রহ্মাস্ত্র ছবির আয়ের হিসাব নিকেশ ৷
পরপর কঠিন সমালোচনা, কঙ্গনার আক্রমণের মাঝেও তিনদিনেই এই ছবির সারা বিশ্ব জোড়া আয় ছিল প্রায় 225 কোটি ৷ চিত্রনাট্য এবং সংলাপ নিয়ে প্রশ্ন উঠলেও ছবিতে ভিএফএক্সের কাজ রীতিমতো মন ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ ভিএফএক্সের ওপর যে তাঁরা জোর দিতে চলেছেন তা আগেই জানিয়েছিেলন অয়ন ৷ তবে সমস্ত খামতি সত্ত্বেও প্রথম দিনের বক্স অফিস কালেকশনে 'আরআরআর'-কেও পিছনে ফেলে দিয়েছিল রণলিয়ার 'ব্রহ্মাস্ত্র'(Ranbir Kapoor and Alia Bhatt ) ৷