হায়দরাবাদ, 16 জুন: অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত ছবি 'আদিপুরুষ' ৷ ওম রাউত পরিচালিত প্রভাস, কৃতি শ্যানন ও সইফ আলি খান অভিনীত এই ছবি শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়েছিল ৷ 500 কোটি টাকা ব্যায়ে তৈরি এই ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে তুঙ্গে ৷ ইতিমধ্যেই আগাম বুকিংয়ের ক্ষেত্রে 'কেজিএফ'কে পিছনে ফেলেছে 'আদিপুরুষ' ৷ তবে মুক্তির পরেও বিতর্কের হাত থেকে মুক্তি পেল না এই ছবি ৷ বেশ কিছু দর্শকের প্রশংসা পেলেও অনেকেই এই ছবিকে ঘিরে হতাশা সামনে এনেছেন ৷ যার ফলে 'আদিপুরুষ' বয়কটের ডাক উঠেছে ৷
ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মহাকাব্য রামায়ণ ও মহাভারত নিয়ে অনেক চিত্রনাট্য ফুটে উঠেছে সেলুলয়েডের পর্দায় ৷ পরিচালক ওম রাউত বরাবরই লার্জার দ্যান লাইফের কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেন ছবির পর্দায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রাম,সীতা,লক্ষণ, হলুমান ও রাবণকে নিয়ে এলেন রূপোলি পর্দায় ৷ ট্রেলার লঞ্চ থেকে প্রোমোশন সবকিছুতেই নিত্য নতুন স্ট্রাটেজি নিয়েছিল 'আদিপুরুষ' ছবির টিম ৷
কিন্তু শেষ রক্ষা হল কই ? ছবি দেখার পর সোশাল মিডিয়া ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে ৷ ছবিকে ঘিরে নানা হতাশা ফুটে উঠেছে নেটদুনিয়ায় ৷ ছবিতে রাবণের লুক ও পোশাক অন্যদিকে হনুমানের পোশাক নিয়ে বিরোধিতা করেছেন নেটিজেনরা ৷ ছবিতে হনুমানর শরীরে চামড়ার বেল্ট ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷ এক ইউজার লিখেছেন, "সত্যি করে বলুন তো, রাবণের কোথায় ডবল-ডেকারের মতো মাথা ছিল? পুরো ছবি জুড়ে অন্ধকার রঙ কেন? ঘটনাগুলি কি শুধু মাত্র রাতেই হয়েছে? আপনি কোন রামায়ন থেকে আদিপুরুষ বানানোর অনুপ্রেরণা পেয়েছেন দয়া করে বলতে পারবেন ? হ্যাশট্যাগ বয়কট আদিপুরুষ ৷"