পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shaunak Sen Wins Award in Cannes : বাঙালি পরিচালকের মুকুটে নয়া পালক, কানে সম্মানিত শৌনকের তথ্যচিত্র - bengali director shaunak sens documentary all that breathes bags an award in cannes

কান চলচ্চিত্র উৎসবে এবার 'ল'ওয়েল 'ডি'অর পুরস্কারে সম্মানিত করা হল বাঙালি পরিচালক শৌনক সেনের তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদিস'-কে (Shaunak Sen Directional Documentary All That Breathes Wins LOEil DOR Award in Cannes)৷

Shaunak Sen Wins Award in Cannes
বাঙালি পরিচালকের মুকুটে নয়া পালক, শৌনকের তথ্যচিত্রকে সম্মানিত করল কান

By

Published : May 30, 2022, 1:08 PM IST

কান, 30 মে : কান চলচ্চিত্র উৎসবে এবার বাঙালির জয় জয়কার ৷ 'ল'ওয়েল 'ডি'অর পুরস্কারে সম্মানিত করা হল বাঙালি পরিচালক শৌনক সেনের তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদিস'-কে (Shaunak Sen Directional Documentary All That Breathes )৷ 2015 সাল থেকে কান ফ্লিম ফেস্টিভ্যালে শুরু হয়েছিল এই পুরস্কার দেওয়ার রীতি ৷ আর এবছর 'ল'ওয়েল 'ডি'অর বা দ্য গোল্ডেন আই পুরস্কার জিতে নিলেন দিল্লিবাসী বাঙালি পড়ুয়া শৌনক ৷ শৌনকের অবশ্য এটাই প্রথম ছবি নয় এর আগেও 'সিটিস অব স্লিপ' নামে একটি তৈরি করেছিলেন তিনি ৷

তাঁর এই নতুন তথ্যচিত্রটি অবশ্য পুরস্কারে ভূষিত হয়েছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ৷ তবে কান থেকে এই সম্মানলাভ সত্যিই তাঁর মুকুটে যে একটি বড় রত্ন যোগ করল এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ 75তম চলচ্চিত্র উৎসবের শেষদিনে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে ৷ প্রসঙ্গত, শৌনকের এই তথ্যচিত্রটি হল 90 মিনিটের ৷ এখানে ফুটে উঠেছে দিল্লিরই এক ভাই বোনের গল্প ৷ মহম্মদ সৌদ এবং নদিম শেহজাদের নেশা হল আহত পাখিদের উদ্ধার করে তাদের সেবা করা ৷ তাঁদের গল্পই তুলে ধরে এই ছবি ৷

আরও পড়ুন : আইপিএল ফাইনালের আবহেও প্রথমদিনেই সোশ্য়াল মিডিয়া কাঁপাল আমিরের 'লাল সিং চাড্ডা'র ট্রেলার

এই নেতিবাচক আবহে প্রতিটা জীবন কতখানি গুরুত্বপূর্ণ সেকথাই ফুটিয়ে তোলে এই ছবি আর সেই কারণেই পরিচালক শৌনককে সম্মানিত করা হয় দ্য গোল্ডেন আই পুরস্কারে ৷ কারণ এই পুরস্কারের উদ্দেশ্যও ঠিক একই ৷ এর আগে স্যানড্যান্স চলচ্চিত্র উৎসবেও ওয়ার্ল্ড সিনেমা গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে নিয়েছিল শৌনকের 'অল দ্যাট ব্রিদস'৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details