কান, 30 মে : কান চলচ্চিত্র উৎসবে এবার বাঙালির জয় জয়কার ৷ 'ল'ওয়েল 'ডি'অর পুরস্কারে সম্মানিত করা হল বাঙালি পরিচালক শৌনক সেনের তৈরি তথ্যচিত্র 'অল দ্যাট ব্রিদিস'-কে (Shaunak Sen Directional Documentary All That Breathes )৷ 2015 সাল থেকে কান ফ্লিম ফেস্টিভ্যালে শুরু হয়েছিল এই পুরস্কার দেওয়ার রীতি ৷ আর এবছর 'ল'ওয়েল 'ডি'অর বা দ্য গোল্ডেন আই পুরস্কার জিতে নিলেন দিল্লিবাসী বাঙালি পড়ুয়া শৌনক ৷ শৌনকের অবশ্য এটাই প্রথম ছবি নয় এর আগেও 'সিটিস অব স্লিপ' নামে একটি তৈরি করেছিলেন তিনি ৷
তাঁর এই নতুন তথ্যচিত্রটি অবশ্য পুরস্কারে ভূষিত হয়েছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ৷ তবে কান থেকে এই সম্মানলাভ সত্যিই তাঁর মুকুটে যে একটি বড় রত্ন যোগ করল এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ 75তম চলচ্চিত্র উৎসবের শেষদিনে এই পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে ৷ প্রসঙ্গত, শৌনকের এই তথ্যচিত্রটি হল 90 মিনিটের ৷ এখানে ফুটে উঠেছে দিল্লিরই এক ভাই বোনের গল্প ৷ মহম্মদ সৌদ এবং নদিম শেহজাদের নেশা হল আহত পাখিদের উদ্ধার করে তাদের সেবা করা ৷ তাঁদের গল্পই তুলে ধরে এই ছবি ৷